Saturday, August 23, 2025

জীবনের হাফ সেঞ্চুরিতে অসাধারণ উপহার, শারজায় সচিনের নামে স্ট‍্যান্ড

Date:

জীবনের হাফ সেঞ্চুরিতে অসাধারণ উপহার পেলেন সচিন তেন্ডুলকর। সচিনের ৫০ তম জন্মদিনে সম্মান জানিয়ে শারজা ক্রিকেট স্টেডিয়ামের একটি স্ট‍্যান্ডের নাম করা হল সচিনের নামে। শারজার ওয়েস্ট স্ট্যান্ডের নাম পাল্টে করা হল সচিন তেন্ডুলকর স্ট্যান্ড। ভারতের প্রাক্তন ক্রিকেটারের ৫০তম জন্মদিনেই সেই স্ট্যান্ডের উদ্বোধন করা হয়। যদিও আইপিএল থাকায় সেখানে উপস্থিত থাকতে পারেননি সচিন।

এই নিয়ে সচিন বলেন,”আমি অনুষ্ঠানে থাকতে পারলে খুবই ভালো হতো, তবে দুর্ভাগ্যবশত আগে থেকে আমার অন্য কিছু অনুষ্ঠান ঠিক হয়ে ছিল। শারজাতে খেলা মানেই একটা দুর্দান্ত অভিজ্ঞতা। আমার ৫০তম জন্মদিন এবং সেই ইনিংসের ২৫ বছর উপলক্ষে এমন সম্মান পেয়ে আমি গর্বিত।”

শারজা স্টেডিয়ামের সিইও এই নিয়ে বলেন,”আমরা সচিনকে সম্মান জানাতে চেয়েছি। ক্রিকেটের জন্য সচিন যা করেছেন, সেটার পাশে আমাদের এই সম্মান খুবই ছোট। দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সচিন। আমরা সব সময় চেষ্টা করেছি কোনও ক্রিকেটার অবসর নেওয়ার পর তাঁকে এই মাঠের তরফে সম্মান জানাতে। আমরা মনে করি ক্রিকেটারদের সম্মান জানানোটা কর্তব্য। আগামী দিনেও আমরা এটা করব।”

এটা শুধুমাত্র সচিনের জন্মদিনের সঙ্গেই নয়, মিলে গিয়েছে ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ‘মরুঝড়’-এর ২৫তম বার্ষিকীর সঙ্গেও। ২৫ বছর আগে, শারজায় ঝড় তুলেছিলেন সচিন। ২২ এপ্রিল ছিল তার ২৫ বছর পূর্তি। ১৯৯৮ সালে ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে ত্রিদেশীয় সিরিজ, কোকা-কোলা কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা সচিনের বিধ্বংসী ১৩১ বলে ১৪৩ রানের সেই ইনিংসের ২৫ তম বার্ষিকীও স্মরণে এনেছেন আয়োজকরা। ১৯৯৮ সালের এপ্রিলে টানা দুটি সেঞ্চুরি সহ শারজা ক্রিকেট স্টেডিয়ামে মোট সাতটি সেঞ্চুরি করেছেন সচিন।

এদিকে জন্মদিনে আরও একটা উপহার পেলেন সচিন। তবে সচিনের সঙ্গে সম্মানিত হয়েছেন তাঁর ক্রিকেট জীবনের সেরা প্রতিদ্বন্দ্বী ব্রায়ান লারাও। ক্রিকেট ইতিহাসে অনেকটা জায়গা জুড়ে আছে ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ড। সেই মাঠের দুটি গেটের নামকরণ হয়েছে সচিন ও লারার নামে। এতে স্যার ডন ব্র্যাডম্যান, অ্যালান ডেভিডসন ও আর্থার মরিসের মতো সর্বকালীন ক্রিকেট কিংবদন্তির পাশে বসলেন আধুনিক ক্রিকেটের দুই সেরা ব্যাটার। সচিনের ৫০তম জন্মদিন ও লারার এই মাঠে ২৭৭ রানের ইনিংসকে সম্মান জানাতে সিডনি মাঠের গেটের এমন নামকরণ হয়েছে।

আরও পড়ুন:ম‍্যাচ জিতেও স্বস্তি নেই, স্লো-ওভার-রেটের জন্য জরিমানা করা হল ওয়ার্নারকে

 

 

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version