Sunday, December 21, 2025

মামলা সরতে পারে অনুমান করেই টেলিভিশন সাক্ষাৎকার ইস্যুতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে নেই বিকাশ

Date:

Share post:

বিচারাধীন মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছেন। চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। রাজনৈতিক ব্যক্তিত্বকে বিরূপ অভিমত দিয়েছেন। যা নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী অভিষেক মনুসিংভি। তার ভিত্তিতেই দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বড়সড় নির্দেশ দিয়েছেন। শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে হলফনামা তলব করে জানতে চেয়েছেন, আদৌ বিচারপতি গঙ্গোপাধ্যায় টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছেন কি না! শুক্রবারের মধ্যে সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে হবে।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে শীর্ষ আদালতে দেশের প্রধান বিচারপতির এমন পর্যবেক্ষণ নিয়ে কী ভাবছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য? সংবাদ মাধ্যমে বিকাশবাবু স্পষ্টই জানান, “সাক্ষাৎকার দেওয়া নিয়ে কোনও অসুবিধা নেই। তাতে আইনি কোনও বাধা নেই। বিচারপতিরা সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারবেন না এমনটা নয়। কিন্তু একজন বিচারপতি যে মামলা শুনছেন, তা নিয়েই যদি তিনি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তাহলে তো প্রশ্ন উঠবেই। ওই বিষয় নিয়ে সাক্ষাৎকারে কোনও বলা উচিত হয়নি।”

এখানেই শেষ নয়। দুঁদে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য মনে করছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সংশ্লিষ্ট মামলাগুলি অন্য বেঞ্চে সরিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশবাবুর কথায়, “হয়তো এরপর সুপ্রিম কোর্ট ওঁর (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) এজলাস থেকে ওই মামলাগুলি সরিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে। দেশের প্রধান বিচারপতি যে হলফনামা চেয়েছেন তারও যৌক্তিকতা আছে।”

প্রসঙ্গত, ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেছেন, প্রয়োজনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে চলা মামলা, যদি সেটা নিয়ে টেলিভিশন সাক্ষাৎকার হয়ে থাকে, তাহলে অবিলম্বে অন্য বিচারপতিদের নিয়ে নতুন বেঞ্চ গঠন করে, সেখানে মামলা স্থানান্তর করতে হবে। এটা ঠিক নয়, বিচারাধীন মামলা নিয়ে টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়া যায় না। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ-এর প্রতিধ্বনি শোনা গিয়েছে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-এর গলাতেও।

হাইকোর্ট পাড়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আইনজীবী বিকাশ ভট্টাচার্যর ব্যক্তিগত সু-সম্পর্কের কথা
কারও অজানা নয়। বিভিন্ন ইস্যুতে তাঁরা দু’জন একে অপরের প্রশংসায় ভরিয়ে দেন। এবার সেই বিকাশরঞ্জন ভট্টাচার্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের টেলিভিশন সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন তুলে দিলেন।

আরও পড়ুন:‘জনসংযোগ যাত্রা’য় মানুষের সঙ্গে মিশে গেলেন অভিষেক

 

 

spot_img

Related articles

জম্মুতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল স্কুল বাস, গুরুতর আহত ৩৫

শনিবার জম্মুর রিং রোডের (Ring Road in Jammu) কাছে ভয়াবহ দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি স্কুল...

ছুটির দিনে ব্যাহত অনলাইন পেমেন্ট পরিষেবা: হয়রান কলকাতা মেট্রো যাত্রীরা

ঘটা করে ডিজিটাল ভারত-এর প্রচার করতে এতটুকু দ্বিধা করেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ তাঁর কেন্দ্র সরকারি দফতরগুলি...

অপেক্ষার অবসান, মরশুমের প্রথম তুষারপাত ভূস্বর্গে 

হাড় কাঁপানো শীত আর অবিরাম তুষারপাতে শনিবার রাত থেকে বরফের চাদরে ঢাকলো পুরো কাশ্মীর। রবির সকালেও একই ছবির...

পুলিশের চাকরির পরীক্ষা দিতে গিয়ে জলপাইগুড়িতে ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবতীর 

ঘন কুয়াশার দাপটে রবিবাসরীয় সকালে পথ দুর্ঘটনা। জলপাইগুড়িতে দশ চাকার ট্রাকের ধাক্কায় (accident in Jalpaiguri) মৃত্যু হলেও ঘুঘু...