একাধিক রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে কম-বেশি সংঘাত আছে। সেই আবহে তেলেঙ্গানা সরকার সুপ্রিম কোর্টের কাছে একটি মামলা দায়ের করেছিল। সেখানে অভিযোগ করা হয়েছিল, বিধানসভায় পাশ হওয়া দশটি গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছেন রাজ্যপাল তামিলিসাই সৌন্দর্যরাজন।

সেই মামলাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই রায় দেওয়ার সময় উল্লেখ করেছেন ভারতীয় সংবিধানের ২০০ নম্বর অনুচ্ছেদের কথা। জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ওই বিল সম্পর্কে সিদ্ধান্ত নিতে রাজ্যপালকে। সম্মতি বা প্রত্যাবর্তন, যে সিদ্ধান্তই তিনি নিন না কেন, তাঁকে যত দ্রুত সম্ভব সাংবিধানিক তাৎপর্যকে বুঝে তা করতে হবে।

পরে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, রাজ্যপাল কিন্তু বিলগুলি আটকে রাখেননি। কিছু বিলে তিনি সম্মতি জানিয়ে দিয়েছেন। বাকিগুলি ফেরত পাঠিয়েছেন অতিরিক্ত মন্তব্যের জন্য। এরপর মামলাটি খারিজ হয়ে যায়।