Saturday, November 15, 2025

‘বাংলার বাড়ি’ প্রকল্পে উপভোক্তাদের হাতে ফ্ল্যাটের চুক্তিপত্র হস্তান্তর করলেন ফিরহাদ

Date:

বস্তিতে বসবাসকারী মানুষদের থাকার সুব্যবস্থা করার জন্য ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রকল্পের আওতায় বুধবার বেহালা পর্ণশ্রীর বস্তি এলাকার বাসিন্দাদের ফ্ল্যাটের চুক্তিপত্র হস্তান্তর করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এক অনুষ্ঠানে চুক্তিপত্র সহ চাবি’ সুবিধাভোগীদের হাতে তুলে দেন মন্ত্রী।

এদিন চুক্তিপত্র হস্তান্তরের পর ফিরহাদ হাকিম বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা এলাকায় বস্তিতে বসবাসকারী মানুষদের ফ্ল্যাট দেওয়ার জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন। এরফলে তারা আরও ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। আমরা চুক্তিপত্র সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করেছি।’ একইসঙ্গে তিনি জানান, এগুলি বস্তি পুনর্বাসন প্রকল্পের অধীনে নির্মিত হয়েছে।ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে সেগুলি ৩২০ স্কোয়ার ফুটের। এক একটি ফ্ল্যাটে রান্নাঘর, বাথরুম এবং বারান্দা রয়েছে। ফিরহাদ জানান, চুক্তি অনুযায়ী প্রাপকদের একটি সোসাইটি গঠন করতে হবে এবং ভবন, পাম্প হাউস, কমন প্যাসেজ প্রভৃতি বিষয়ে হাউজিং কমপ্লেক্স রক্ষণাবেক্ষণ করতে হবে। সুবিধাভোগীরা কমপক্ষে ১৫ বছর এই ফ্ল্যাট বিক্রি করতে পারবেন না। তবে এই সময় পর প্রাপকরা মালিকানার অধিকার পাবেন। তখন তার তাদের ফ্ল্যাট বিক্রি করতে পারবেন।

আরও পড়ুন- রাজ্যের লোকায়ুক্ত পদে মেয়াদ বাড়াল অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের

Related articles

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর...

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...
Exit mobile version