Thursday, August 28, 2025

‘বাংলার বাড়ি’ প্রকল্পে উপভোক্তাদের হাতে ফ্ল্যাটের চুক্তিপত্র হস্তান্তর করলেন ফিরহাদ

Date:

বস্তিতে বসবাসকারী মানুষদের থাকার সুব্যবস্থা করার জন্য ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রকল্পের আওতায় বুধবার বেহালা পর্ণশ্রীর বস্তি এলাকার বাসিন্দাদের ফ্ল্যাটের চুক্তিপত্র হস্তান্তর করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এক অনুষ্ঠানে চুক্তিপত্র সহ চাবি’ সুবিধাভোগীদের হাতে তুলে দেন মন্ত্রী।

এদিন চুক্তিপত্র হস্তান্তরের পর ফিরহাদ হাকিম বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা এলাকায় বস্তিতে বসবাসকারী মানুষদের ফ্ল্যাট দেওয়ার জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন। এরফলে তারা আরও ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। আমরা চুক্তিপত্র সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করেছি।’ একইসঙ্গে তিনি জানান, এগুলি বস্তি পুনর্বাসন প্রকল্পের অধীনে নির্মিত হয়েছে।ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে সেগুলি ৩২০ স্কোয়ার ফুটের। এক একটি ফ্ল্যাটে রান্নাঘর, বাথরুম এবং বারান্দা রয়েছে। ফিরহাদ জানান, চুক্তি অনুযায়ী প্রাপকদের একটি সোসাইটি গঠন করতে হবে এবং ভবন, পাম্প হাউস, কমন প্যাসেজ প্রভৃতি বিষয়ে হাউজিং কমপ্লেক্স রক্ষণাবেক্ষণ করতে হবে। সুবিধাভোগীরা কমপক্ষে ১৫ বছর এই ফ্ল্যাট বিক্রি করতে পারবেন না। তবে এই সময় পর প্রাপকরা মালিকানার অধিকার পাবেন। তখন তার তাদের ফ্ল্যাট বিক্রি করতে পারবেন।

আরও পড়ুন- রাজ্যের লোকায়ুক্ত পদে মেয়াদ বাড়াল অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version