Monday, May 5, 2025

এবার ইডি-সিবিআই নজরে পার্থর আস্থাভাজন কলকাতার এক কাউন্সিলর

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলার জাল যত গুটিয়ে আনছে, ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির হাতে। এবার তদন্তকারীদের নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ও আস্থাভাজন কলকাতার এক কাউন্সিলর। জানা গিয়েছে, বেহালা এলাকার ওই কাউন্সিলারকে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাইমারি কাউন্সিলের মাথায় বসিয়েছিলেন পার্থ।

কলকাতা পুরসভার ওই কাউন্সিলারের মাধ্যমে শুধু বেহালা নয়, দক্ষিণ ২৪ পরগনার বহু অযোগ্য প্রার্থী মোটা টাকার বিনিময়ে টেটে নিয়োগ পেয়েছেন। এবং পুরোটাই হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে। তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি ইডির।

সূত্রের খবর, ইতিমধ্যেই বেহালার ওই কাউন্সিলারের বিষয়ে নথি জোগাড় করেছে কেন্দ্রীয় এজেন্সি। জিজ্ঞাসাবাদের জন্য পার্থ ঘনিষ্ঠ ওই কাউন্সিলরকে যে কোনওদিন তলব করা হতে পারে বলে জানা যাচ্ছে। ওই কাউন্সিলর নিয়মিত পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যাতায়াত করতেন চাকরিপ্রার্থীদের নামের তালিকা নিয়ে। সেই তালিকার প্রায় সকলের ঘুরপথে চাকরি হয়েছে। বিনিময়ে মোটা টাকা নিয়েছিলেন পার্থ। বিভিন্ন জোনে প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান তখন কারা ছিলেন, সেই তালিকা সংগ্রহ করেছে তদন্তকারী সংস্থা। তালিকা ধরে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরাই তদন্তকারীদের জানান, বেহালার এক কাউন্সিলারকে দক্ষিণ ২৪ পরগনা ডিপিসির চেয়ারম্যান পদে বসিয়েছিলেন পার্থ। তিনি ওই পদে অনেক দিন ছিলেন।

আরও পড়ুন:ইডি আধিকারিকরা দফতরে পৌঁছনোর আগেই বাবাকে নিয়ে সিজিও কমপ্লেক্সে অয়ন শীলের ছেলের বান্ধবী

 

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...