গু*রুতর অ*ভিযোগ আনলেন ধর্নায় বসা কুস্তিগির বিনেশ ফোগাট

এই নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন,"অভিযোগ গুরুতর।"

যন্তর মন্তরে আবারও ধর্না শুরু করেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগির। কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। আর এই নিয়ে দিল্লি পুলিশকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। সোমবার কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরন সিং-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়ে মামলা হয় শীর্ষ আদালতে। আর সেই একই দিনে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন কুস্তিগির বিনেশ ফোগাট। তাঁর দাবি, হেনস্থার শিকার হওয়া মহিলা কুস্তিগিরদের পরিচয় ফাঁস করে দিয়েছে দিল্লি পুলিশ। শুধু তাই নয়, জাতীয় সংস্থার কয়েকজন কর্তার বিরুদ্ধে অভিযোগ তারা নাকি অভিযোগ প্রত্যাহার করার জন্য আক্রান্তদের ভয় দেখাচ্ছেন। ফোগাটের দাবি, তাঁদের একতা ভঙ্গ করতে হুমকির পাশাপাশি অভিযোগকারীদের নিবৃত্ত করতে মোটা টাকা ঘুষ দিতে চাইছেন।

এই নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন,”অভিযোগ গুরুতর।”

কুস্তিগিরদের হয়ে এদিন আইনজীবী কপিল সিব্বল মঙ্গলবার আদালতে বলেন, “ভিডিও রেকর্ডিংয়ে যৌ*ন হেনস্থার ঘটনা প্রমাণিত। আক্রান্ত সাত কুস্তিগির মহিলা। একজনের বয়স হেনস্থার সময় ছিল ১৬ বছর। যে সোনাও জিতেছে।”

আরও পড়ুন:আজ চিন্নাস্বামীতে নামছে কেকেআর, আরসিবির বিরুদ্ধে জয় লক্ষ‍্য নীতীশদের


 

 

Previous articleউমেশ পাল হ.ত্যাকাণ্ডে অ.ভিযুক্তকে আশ্রয়! গ্রে.ফতারের পর চাকরি খোয়ালেন আতিকের শ্যালক
Next articleপঞ্চায়েত মানে দুর্নীতি, ১৯৭২ সাল থেকে চলা এই প্রথা ভাঙতে এসেছি: অভিষেক