গুণমানের বিচারে ফেল ৪৮টি নিত্য প্রয়োজনীয় ওষুধ!

১৮টি ফার্মা কোম্পানির (Pharma Companies) লাইসেন্স বাতিলের পর এবার কালো তালিকাভুক্ত হয়েছে ৪৮টি ওষুধ।

রোগ হলে সবার আগে ডাক্তারের কাছে গিয়ে সুস্থতার জন্য ওষুধ খেতে চায় সাধারণ মানুষ। কিন্তু সেই ওষুধের গুণমান যদি ঠিক না থাকে তাহলে রোগী সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাই বেশি। এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) নিয়ামক সংস্থা ডিসিজিআই (DCGI)-এর রিপোর্টে সেই আশঙ্কাই প্রকাশ করা হয়েছে। কারণ, ১৮টি ফার্মা কোম্পানির (Pharma Companies) লাইসেন্স বাতিলের পর এবার কালো তালিকাভুক্ত হয়েছে ৪৮টি ওষুধ। কার্ডিয়াক সমস্যা থেকে ডায়াবেটিস এমনকি ব্লাড প্রেসারের মতো রোগে ব্যবহৃত ওষুধের উপাদানে গোলমাল রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ১,৪৯৭টি ওষুধের গুণমান পরীক্ষা করে ডিসিজিআই (DCGI)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ামক সংস্থা ওষুধের তালিকা প্রকাশ করে জানিয়েছে, ১৪৪৯টি ওষুধ গুণমানের পরীক্ষায় পাশ করেছে আর বাকিরা ফেল। এই তালিকায় অ্যান্টিবায়োটিক, মাল্টিভিটামিন, প্রোবায়োটিক্স সবই রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন অ্যান্টি ডায়বেটিক, গ্লিমেপিরাইড জাতীয় ওষুধ রয়েছে এই ফেল করা ওষুধের তালিকায়। ভিটামিন ট্যাবলেট আজকাল বেশিরভাগ মানুষই খান, সেক্ষেত্রে এটা অনেক বড় চিন্তার বিষয়। ৪৮টি ওষুধকে বাতিল করার পর ফার্মা কোম্পানিগুলির প্রতিক্রিয়া জানতে চেয়েছে ডিসিজিআই। বেশ কয়েকটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা সাফাই দিয়েছে বটে। কিন্তু এই সংস্থাগুলির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় স্বাস্থ্যমন্ত্রক, এখন সেটাই দেখার।

 

Previous articleকেকেআরের কাছে ম‍্যাচ হেরে ক্ষুব্ধ কোহলি, একহাত নিলেন দলের ক্রিকেটারদের
Next articleবিজেপির দেখানো পথেই হাঁটল কংগ্রেস! কেন্দ্রকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকল্পের নাম পরিবর্তন গেহলটের