চলতি আইপিএল-এ বড় ধাক্কা সানরাইজার্স হায়দরাবাদের। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল হায়দরাবাদের পক্ষ থেকে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন এই অফ স্পিনার।


এদিন হায়দরাবাদের পক্ষ থেকে জানান হয়, “হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে ওয়াশিংটন সুন্দরের। এবারের আইপিএলে আর খেলতে পারবেন না তিনি। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ উঠবে ও।”

View this post on Instagram

চলতি আইপিএল-এ ওয়াশিংটনকে না পাওয়া বড় ধাক্কা হায়দরাবাদের কাছে। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্দান্ত খেলেন ওয়াশিংটন সুন্দর। ব্যাটে ২৪ রান ও বল হাতে ২৮ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। চলতি আইপিএলে সাতটি ম্যাচ খেলেছেন সুন্দর। এর মধ্যে ৮.২৬ ইকোনমিতে তিন উইকেট নেন তিনি। এদিকে ১৫ এর গড়ে মাত্র ৬০ রান করেন সুন্দর। পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে হায়দরাবাদ। হায়দরাবাদ এখনও পর্যন্ত সাত ম্যাচে পয়েন্ট সংখ্যা চার।

আরও পড়ুন:ম্যাচ জিতেও শাস্তির মুখে জেসন রয়, দিতে হল ১০ শতাংশ টাকা জরিমানা
















