Tuesday, November 11, 2025

উস্কানিমূলক মন্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে FIR দায়ের কংগ্রেসের

Date:

Share post:

কংগ্রেস ক্ষমতা এলে কর্নাটকে(karnatak) দাঙ্গা হবে। ভোট প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তার এই মন্তব্যের বিরুদ্ধে এবার কোমর বেঁধে লাগলো কংগ্রেস। নির্বাচন কমিশনকে(Election commission) নালিশ জানানোর পাশাপাশি এফআইআর দায়ের করা হলো খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর(Home minister) বিরুদ্ধে। অমিত শাহের বিরুদ্ধে বেঙ্গালুরু হাই গ্রাউন্ড থানায় এফআইআর করেছেন রণদীপ সুরজেওয়ালা, ড. পরমেশ্বর এবং কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। সব মিলিয়ে এবার বিপাকে পড়তে চলেছেন শাহ।

মঙ্গলবার কর্নাটকে এক জনসভায় গিয়ে অমিত শাহ মন্তব্য করেন, কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে পরিবারতন্ত্রের রাজনীতি শুরু হবে, যা দাঙ্গায় উসকানি দেবে। রাজ্যে রাজনৈতিক স্থিতাবস্থা বজায় রাখতে এখানে বিজেপিকে সমর্থন করা উচিত মানুষের। পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে তিনি আরো বলেন, ভুল করেও যদি কংগ্রেস ক্ষমতায় আসে, তবে দুর্নীতি ভয়াবহ আকার নেবে। তোষামোদের রাজনীতি শুরু হবে। শাহেদ মন্তব্যে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে কংগ্রেস। অভিযোগ তোলা হয় উস্কানিমূলক মন্তব্য করেছেন অমিত শাহ। পাশাপাশি আরএসএসকে তোপ দেগে বলা হয়, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সংগঠনকে নিষিদ্ধ করেছিলেন তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন অমিত শাহ।

এরপরই অমিত শাহের দাঙ্গা মন্তব্যের জেরে পাশাপাশি সরাসরি থানায় এফআইআর দায়ের করা হয় অমিত শাহের বিরুদ্ধে। এ প্রসঙ্গে কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমার বলেন, “আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যদি দেশের কোনও সাধারণ নাগরিক এই কথা বলতেন, তবে তাঁকে গ্রেপ্তার করা হত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন না, কংগ্রেস ক্ষমতায় এলে দাঙ্গা বাঁধবে, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কেবলমাত্র বিজেপির তারকা প্রচারক নন।”

spot_img

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...