Saturday, May 3, 2025

মূল স্রোতে ফিরেও রক্ষা হল না! দান্তেওয়াড়ায় শহিদ পুলিশকর্মীর মধ্যে ৫ জনই আগে মা.ওবাদী ছিলেন!

Date:

Share post:

ছত্তীসগড়ের দান্তেওয়াড়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে মাওবাদীদের আইইডি বিস্ফোরণের ঘটনা এখনও টাটকা। এই ঘটনায় ১০ পুলিশ কর্মী ছাড়াও নিহত হয়েছেন গাড়ির চালক। তদন্ত প্রক্রিয়া শুরু হতেই জানা গেছে, ভয়াবহ এই মাওবাদী হামলায় যে ১০ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৫ জনই অতীতে মাওবাদী ছিলেন। সন্ত্রাসের পথে ছেড়ে মূলস্রোতে ফিরেছিলেন তাঁরা, যোগ দিয়েছিলেন পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) বিভাগে। কিন্তু সন্ত্রাস পিছু ছাড়ল না তাঁদের। মাওবাদী বিস্ফোরণের জেরেই মৃত্যু হল তাঁদের।

আরও পড়ুন:“আপনাকে ত্যাজ্যপিতা করে দেব”, দত্তক নেওয়া গ্রামে মহিলাদের ক্ষোভের মুখে সুকান্ত

পুলিশ সূত্রের খবর, মাওবাদীদের এই হামলায় গাড়ির চালক-সহ যে ১১ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৫ জন অতীতে মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে এঁরা সকলেই আত্মসমর্পণ করেন এবং মাওবাদের পথ ছেড়ে ছত্তীসগড় পুলিশে যোগ দেন। তাঁরা হলেন, হেড কনস্টেবল জগা সোদি (৩৫), মুন্না কাডতি (৪০), কনস্টেবল হরিরাম মাণ্ডবী (৩৬), জগা কাওয়াসি (২২), রাজুরাম কারতম (২৫)।

জগা সোদি সুমার আরলামপল্লি গ্রামের বাসিন্দা ছিলেন, মুন্না কাডতির বাড়ি ছিল দান্তেওয়াড়ারই মুদর গ্রামে। তাঁরা দু’জনেই ২০১৭ সালে মাওবাদী থেকে পুলিশে যোগ দেন। তেমনই দান্তেওয়াড়ার বাসিন্দা হরিরাম মাণ্ডবী এবং রাজুরাম কারতম ২০২০ ও ২২ সালে যোগ দেন পুলিশে। আগে মাওবাদী ছিলেন তাঁরা। দান্তেওয়াড়ার বড়ে গদাম গ্রামের বাসিন্দা জগা কাওয়াসি আবার সবে গতমাসেই যোগ দিয়েছিলেন পুলিশে।

প্রসঙ্গত, গত সপ্তাহে মাওবাদী হামলার আগাম হুমকি সমেত একটি চিঠি মিলেছিল। কিন্তু তাও সন্ত্রাস রুখতে পারল না প্রশাসন। গত বুধবার দান্তেওয়াড়ার গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে ফিরছিল ডিআরজি-র গাড়ি। সেই কনভয়কেই তাক করে ছিল মাওবাদীরা। রায়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত আরনপুরের জঙ্গলের মাঝে ৫০ কেজি আইইডি বিস্ফোরক সাজিয়ে বসেছিল। তাতেই মৃত্যু হয় গাড়ির চালক সমেত ১০ পুলিশকর্মীর।

 

 

spot_img

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...