Thursday, August 21, 2025

মূল স্রোতে ফিরেও রক্ষা হল না! দান্তেওয়াড়ায় শহিদ পুলিশকর্মীর মধ্যে ৫ জনই আগে মা.ওবাদী ছিলেন!

Date:

Share post:

ছত্তীসগড়ের দান্তেওয়াড়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে মাওবাদীদের আইইডি বিস্ফোরণের ঘটনা এখনও টাটকা। এই ঘটনায় ১০ পুলিশ কর্মী ছাড়াও নিহত হয়েছেন গাড়ির চালক। তদন্ত প্রক্রিয়া শুরু হতেই জানা গেছে, ভয়াবহ এই মাওবাদী হামলায় যে ১০ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৫ জনই অতীতে মাওবাদী ছিলেন। সন্ত্রাসের পথে ছেড়ে মূলস্রোতে ফিরেছিলেন তাঁরা, যোগ দিয়েছিলেন পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) বিভাগে। কিন্তু সন্ত্রাস পিছু ছাড়ল না তাঁদের। মাওবাদী বিস্ফোরণের জেরেই মৃত্যু হল তাঁদের।

আরও পড়ুন:“আপনাকে ত্যাজ্যপিতা করে দেব”, দত্তক নেওয়া গ্রামে মহিলাদের ক্ষোভের মুখে সুকান্ত

পুলিশ সূত্রের খবর, মাওবাদীদের এই হামলায় গাড়ির চালক-সহ যে ১১ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৫ জন অতীতে মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে এঁরা সকলেই আত্মসমর্পণ করেন এবং মাওবাদের পথ ছেড়ে ছত্তীসগড় পুলিশে যোগ দেন। তাঁরা হলেন, হেড কনস্টেবল জগা সোদি (৩৫), মুন্না কাডতি (৪০), কনস্টেবল হরিরাম মাণ্ডবী (৩৬), জগা কাওয়াসি (২২), রাজুরাম কারতম (২৫)।

জগা সোদি সুমার আরলামপল্লি গ্রামের বাসিন্দা ছিলেন, মুন্না কাডতির বাড়ি ছিল দান্তেওয়াড়ারই মুদর গ্রামে। তাঁরা দু’জনেই ২০১৭ সালে মাওবাদী থেকে পুলিশে যোগ দেন। তেমনই দান্তেওয়াড়ার বাসিন্দা হরিরাম মাণ্ডবী এবং রাজুরাম কারতম ২০২০ ও ২২ সালে যোগ দেন পুলিশে। আগে মাওবাদী ছিলেন তাঁরা। দান্তেওয়াড়ার বড়ে গদাম গ্রামের বাসিন্দা জগা কাওয়াসি আবার সবে গতমাসেই যোগ দিয়েছিলেন পুলিশে।

প্রসঙ্গত, গত সপ্তাহে মাওবাদী হামলার আগাম হুমকি সমেত একটি চিঠি মিলেছিল। কিন্তু তাও সন্ত্রাস রুখতে পারল না প্রশাসন। গত বুধবার দান্তেওয়াড়ার গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে ফিরছিল ডিআরজি-র গাড়ি। সেই কনভয়কেই তাক করে ছিল মাওবাদীরা। রায়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত আরনপুরের জঙ্গলের মাঝে ৫০ কেজি আইইডি বিস্ফোরক সাজিয়ে বসেছিল। তাতেই মৃত্যু হয় গাড়ির চালক সমেত ১০ পুলিশকর্মীর।

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...