Thursday, December 18, 2025

ন্যায়বিচার হয়েছে: নিয়োগ মামলায় বিচারপতির অপসারণ নিয়ে যা বললেন কুণাল

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির সবকটি মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে(Abhijit Ganguly) সরানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত(Supreme Court)। শুক্রবার সুপ্রিমকোর্টের এই নির্দেশকে স্বাগত জানালেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারন সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। তিনি জানালেন, ” কোনও মামলাকে কেন্দ্র করে বৃহত্তর আঙ্গিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, সম্মানীয় চেয়ারে বসে কেউ যদি সেই চেয়ারের অপব্যবহার করেন সেক্ষেত্রে আমাদের প্রতিবাদ করার অধিকার রয়েছে। আমরা সেই প্রতিবাদ করেছিলাম। সুপ্রিমকোর্টে আজ ন্যায় বিচার হয়েছে।

শুক্রবার এক ভিডিও বার্তায় কুণাল ঘোষ বলেন, “মহামান্য শীর্ষ আদালত যে রায় দিয়েছেন তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে তৃণমূলের। বিচারপতিদের প্রতিও আমাদের পূর্ণ আস্থা রয়েছে। একজন বিচারপতি কোনও মামলায় কি সিদ্ধান্ত নেবেন সেটা তাঁর বিষয়। আইন নিয়ে আমরা কোনও রকম মন্তব্য করব না। যদি কেউ কোনও দোষ করে থাকেন তবে আইনের বিচারে তার শাস্তি হবে। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর আমাদের একটা অভিযোগ ছিল, উনি নির্ধারিত মামলার বাইরে গিয়ে রাজনৈতিক ‘উইস লিস্ট’ দিচ্ছেন। একটি দল ও দলনেতা-নেত্রীদের আক্রমণ করছেন আইন বহির্ভূতভাবে। তিনি জনসমক্ষে যেভাবে ‘উইশ লিস্ট’ দিয়েছেন যে ধরনের সংলাপ দিয়েছেন তা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। হয় তিনি বিরোধীদের উৎসাহিত করছেন বা তিনি বিরোধীদের দ্বারা প্রভাবিত হচ্ছেন। আমরা সেক্ষেত্রে একটি ব্যাতিক্রমি প্রতিবাদ রেখেছিলাম। মহামান্য সুপ্রিমকোর্ট যে রায় দিয়েছেন সেটা ন্যায় বিচার হয়েছে।”

উল্লেখ্য, গত সোমবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে অভিযোগ উঠেছিল, কলকাতা হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগে নিয়োগের দুর্নীতির মামলা শোনার সময় সেই মামলা নিয়ে টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন। এর প্রেক্ষিতে সুপ্রিম বিচারপতি জানান, বিচারপতিরা কোনও ভাবেই তাঁদের বিচারাধীন বিষয় নিয়ে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারেন না। উনি যদি সাক্ষাৎকার দিয়ে থাকেন, তা হলে তিনি ওই মামলা শোনার অধিকার হারিয়েছেন। সে ক্ষেত্রে নতুন কোনও বিচারপতিকে দায়িত্ব দিতে হবে। শুক্রবার সেই মর্মেই রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত সবকটি মামলা সরিয়ে দেওয়া হয়েছে।

spot_img

Related articles

শতবর্ষে প্রয়াত স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার রাম সুতার, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রয়াত বর্ষীয়ান ভাস্কর রাম ভানজি সুতার (Ram V Sutar)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত...

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...