বিজেপি নেতাদের সঙ্গে একমঞ্চে গৌতম আদানি! প্রকাশ্যে আঁতাতের ছবি

আদানি বিরোধীতায় সংসদে বিরোধী দলগুলি সুর চড়ালেও বিজেপি তথা আরএসএস যে পুরোপুরি গৌতম আদানির পাশেই রয়েছে, সেটা আরও একবার স্পষ্ট হল।

আরও পড়ুন:জামিনে থাকা বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে পেল না সিবিআই

নাগপুরের একটি ক্যানসার হাসপাতালের সম্প্রসারিত অংশের উদ্বোধনের মঞ্চে আদানির সঙ্গেই দেখা গেল সংঘপ্রধান মোহন ভাগবত এবং শীর্ষস্তরের বিজেপি নেতাদের। দেখা গেল সংঘপ্রধান মোহন ভাগবত এবং শীর্ষস্তরের বিজেপি নেতাদের। যে ক্যানসার হাসপাতালের বর্ধিত অংশের উদ্বোধনে এদিন ভাগবত এবং আদানি গিয়েছিলেন, সেই হাসপাতালটিও বিজেপি ঘনিষ্ঠ এক শিল্পপতির বলে জানা গিয়েছে।


প্রসঙ্গত, হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর আদানি গোষ্ঠী তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠতা নিয়ে সংসদে সরব হয়েছে বিরোধী দলগুলি। কিন্তু বিরোধীদের প্রশ্নের কোনও উত্তরই দেয়নি বিজেপি।উল্টে বিজেপির নেতাদের অভিযোগ, হিন্ডেনবার্গের রিপোর্ট আসলে ভারতের বিরুদ্ধে বিদেশি শক্তির ষড়যন্ত্র। যদিও আমেরিকার আর্থিক সংস্থার রিপোর্ট প্রকাশ্যে আসার পরই ব্যাপক হারে আদানি গোষ্ঠীর শেয়ারের পতন হয়েছে।

 

 

Previous articleন্যায়বিচার হয়েছে: নিয়োগ মামলায় বিচারপতির অপসারণ নিয়ে যা বললেন কুণাল
Next article“সমলি.ঙ্গের প্রতিনিধিত্ব ভারতীয় সংস্কৃতির অঙ্গ”! কেন্দ্রের মন্তব্যের তীব্র বিরোধিতা প্রধান বিচারপতির