রেলে প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় নয়! সুপ্রিম কোর্টে খারিজ আবেদন

রেলের টিকিট কাটার ক্ষেত্রে প্রবীণ নাগরিকেরা আগে যে ছাড় পেতেন তা বহাল রাখার দাবিতে দায়ের হওয়া আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে রেলের টিকিটে প্রবীণ নাগরিকরা আর ছাড় পাবেন না। কোভিডের সময়ে এই ছাড় বন্ধ হয়েছিল।

আরও পড়ুন:অন্যের পুকুরে মাছ ধরেই সংসার চলে, পঞ্চায়েত প্রধানের জীবন কাহিনী আপনাকে গর্বিত করবে

সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কওল এবং বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চে প্রবীণ নাগরিকদের ছাড় ফেরাতে আবেদন জানিয়েছিলেন এমকে বালাকৃষ্ণণ। এই প্রসঙ্গে আদালত জানিয়ে দেয়, এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে সরকার।


ভারতীয় রেল অতিমারির আগে পর্যন্ত ৬০ বছর বয়স্ক পুরুষরা টিকিটের দামের উপর ৪০ শতাংশ ছাড় পেতেন। মহিলাদের ক্ষেত্রে বয়সের সীমা ছিল ৫৮ বছর। তারা টিকিটের দামে ৫০ শতাংশ ছাড় পেতেন। কিন্তু এখন পুরো দামেই টিকিট কাটতে হবে প্রবীণ নাগরিকদেরও।
২০২০ সালে করোনাকালে প্রবীণ নাগরিকদের রেলে ছাড় তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রের বিজেপি সরকার। সম্প্রতি একটি সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করে অতিমারি শেষ হওয়ার পর ছাড় ফিরিয়ে আনার।

Previous articleপথ দু.র্ঘটনায় সাইকেল আরোহীর মৃ.ত্যুকে ঘিরে চাঞ্চল্য
Next articleজ.ঙ্গি সন্দেহে হাওড়া স্টেশন থেকে এক যুবককে গ্রে.ফতার এসটিএফের