শনিবার আইপিএল-এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৯ রানে জেতে সানরাইজার্স হায়দরাবাদ। নিজেদের ঘরের মাঠে হারের মুখ দেখে ডেভিড ওয়ার্নারা। আর এই ম্যাচেই দেখা গেল এক অদ্ভুত ঘটনা। দিল্লি বনাম হায়দরাবাদ ম্যাচ চলাকালীন অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারিতে মারামারিতে জড়িয়ে পড়েন দু’দল সমর্থক। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারিতে মারামারিতে জড়িয়ে পড়েন দু’দল সমর্থক। প্রথমে বচসা এবং পরে মারামারি শুরু হয়ে যায়। এরপর শুরু হয় এলোপাথারি লাথি, ঘুসি। উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারির অন্য অংশেও। যদিও নিরাপত্তা কর্মীদের তৎপরতায় বড় কোনও সমস্যা হয়নি। তবে কী কারণে দু’দল সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং মারামারিতে জড়িয়ে পড়েন তা জানা যায়নি।
এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হইচই শুরু করেছেন নেটিজেনরা।

@gharkekalesh pic.twitter.com/QmnDyYgUvY
— Arhant Shelby (@Arhantt_pvt) April 29, 2023
আরও পড়ুন:‘হাতজোড় করছি, আন্দোলন দুর্বল করে দিও না’, ববিতাকে কেন বললেন বিনেশ!
