Thursday, August 28, 2025

মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ, রাজ্যে অনেকটাই কমল প্রসূতি মৃ.ত্যুর হার

Date:

রাজ্যে অনেকটাই কমল প্রসূতি মৃত্যুর হার। পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে গত আর্থিক বছরে প্রসূতি মৃত্যুর হার বিগত তিনটি বছরের তুলনায় কমেছে।

রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্য়াণ দফতর সূত্রে  খবর, ২০২২-২৩ আর্থিক বছরে রাজ্যে ১১১২ জন প্রসূতির মৃত্যু হয়েছে। যেখানে ২০২১-২২ আর্থিক বছরে এই সংখ্যা ছিল ১২৩৪। ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যে মারা গিয়েছিলেন ১৩৬০ জন প্রসূতি। তবে এই পরিসংখ্যানে স্বস্তি এখানেই যে ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ অর্থবর্ষে ১২২জন কম প্রসূতি মারা গিয়েছেন।

শুধু তাই নয়, গত তিনবছরে সবচেয়ে কম প্রসূতির মৃত্যু হয়েছে এবার। আর এই জন্য রাজ্যের চিকিৎসক মহল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া পদক্ষেপকেই চিহ্নিত করেছেন। যদিও এখনই এই নিয়ে আত্মতুষ্টির কোনও জায়গা আছে বলে তাঁরা দেখতে পাচ্ছেন না। তাঁদের দাবি, মৃত্যুর সংখ্যা যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। এমনই মনে করছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞরাও।২০২৩-২৪ আর্থিক বছরে প্রসূতি মৃত্যুর সংখ্যা হাজারের নীচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসূতি মৃত্যু ঠেকাতে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছেন। গর্ভধারণকালে প্রসূতিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা, তাঁদের রক্তাল্পতা , অপুষ্টি রুখতে পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি গ্রামেগঞ্জে আশাকর্মীদের সচেতনতা প্রচার বাড়ানোরও নির্দেশ দেওয়া হচ্ছে।পাশাপাশি তাঁরা শারীরিক ভাবে দুর্বল মা ও শিশুর তথ্য সংগ্রহ করে তা স্বাস্থ্য সংক্রান্ত পোর্টালে তুলে দিচ্ছন।ফলে মা ও শিশুর স্বাস্থ্যের ওপর আরো ভালোভাবে নজরদারি সম্ভব হয়েছে ।

আরও পড়ুন- ডোমজুড়ে বিরোধীদের তুলোধনা,পঞ্চায়েতে মাটি কামড়ে লড়াই.য়ের বার্তা কুণালের

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version