Wednesday, May 7, 2025

পুরনো গাড়ি বিক্রির জন্য নয়া নিয়ম আনছে পরিবহণ দফতর, বাড়বে রাজস্বও

Date:

রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে এবার বদল আসতে চলেছে পুরনো গাড়ি বিক্রির নিয়মে। মূলত ক্রয় বিক্রয়কারী সংস্থাগুলির জন্য এই নিয়ম আনা হচ্ছে। এর ফলে গাড়ি বা বাইক বিক্রি করার পরে সম্পূর্ণ দায়মুক্ত থেকে যাবেন বিক্রেতা। তাদের আর সমস্যায় পড়তে হবে না। নতুন নিয়মের ফলে গাড়ির ক্রয় বিক্রয় সম্পর্কিত সমস্ত নথি জমা থাকবে পরিবহণ দফতরে। পাশাপাশি দফতরের রাজস্ব বাড়বে বলে মনে করছেন আধিকারিকরা।

নতুন নিয়মের ক্ষেত্রে লাইসেন্স প্রাপ্ত সংস্থা গাড়ি কেনার পর যতক্ষণ না অন্য কাউকে গাড়িটি বিক্রি করছে ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থার কাছে গাড়ির মালিকানা থাকবে। যাবতীয় নথি সংস্থার হাতেই থাকবে। কোনও ব্যক্তি ওই সংস্থাকে গাড়ি বিক্রি করতে চাইলে উভয়ের মধ্যে লিখিত চুক্তি হবে। এরপর থেকে সংস্থাটি গাড়ির মালিক হিসেবে বিবেচিত হবে। একবার সংস্থাকে গাড়ি বিক্রি করে দিলে বিক্রেতা সম্পূর্ণ চাপমুক্ত হয়ে থাকতে পারবেন। নয়া নিয়মে বিক্রেতার পাশাপাশি ক্রেতাও চাপমুক্ত থাকবেন।

প্রসঙ্গত, সম্প্রতি আসানসোলে কয়লা মাফিয়া রাজু ঝা খুনে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেই গাড়ির মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছে। এই গাড়ি সম্পর্কে সঠিক তথ্য না থাকার কারণে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হয়েছে বলে অভিযোগ। তাই গাড়ির যাবতীয় তথ্য নিজেদের কাছে রাখতে চাইছে রাজ্য পরিবহণ দফতর। আপাতত পরিবহণ দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ৫৫ জন আরটিও বা এআরটিও পুরো ব্যবস্থাটি পরিচালনা করবেন। প্রতি মাসে পুরনো গাড়ি কেনাবেচার যাবতীয় তথ্য লিখিত ভাবে ও ডিজিটাল পদ্ধতিতে সংস্থাগুলিকে জমা দিতে হবে।

আরও পড়ুন- কন্যাশ্রী-রূপশ্রী নিয়ে আগ্রহী, রাজ্যে আসছে আইএলও-র প্রতিনিধি দল

Related articles

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্ণিশ সচিন, ধওয়ানদের

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত...

৪৯৭ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ, চতুর্থ স্থানাধিকারী সৃজিতা মেয়েদের মধ্যে সেরা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ফলাফল। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। দ্বিতীয় স্থানে...

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...
Exit mobile version