Thursday, May 8, 2025

১০ লক্ষ চাকরি, ক্ষমতায় এলেই NRC! কর্নাটকের ভোটবাজারে গালভরা প্রতিশ্রুতি বিজেপির

Date:

Share post:

বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদি। যা আজও পূরণ হয়নি। পাশাপাশি সিএএ-এর প্রতিশ্রুতি খাতাবন্দি হয়ে পড়ে রয়েছে। তবে ভোটবাজারে মানুষকে বোকা বানাতে রাজনীতিতে প্রতিশ্রুতির খই ফোটানো বন্ধ নেই। কর্নাটকে পদ্ম ফোটাতে সোমবার ফের গালভরা প্রতিশ্রুতি দিল গেরুয়া শিবির। তালিকায় একদিকে যেমন রয়েছে ১০ লক্ষ চাকরি অন্যদিকে আবার এনআরসির প্রতিশ্রুতি দেওয়া হল বিজেপির নির্বাচনী ইস্তেহারে। সোমবার বেঙ্গালুরুতে গিয়ে এই ইস্তেহার প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

সোমবার বিজেপির প্রকাশিত ইস্তেহারে বলা হয়েছে, অনুপ্রবেশকারীদের রুখতে ক্ষমতায় এলে এনআরসি চালু করা হবে কর্নাটকে। পাশাপাশি দরিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলিকে মাসিক রেশন ও বছরে বিনামূল্যে তিনটি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। তপসিলি মহিলাদের জন্য শুরু হবে ফিক্সড ডিপোজিট স্কিম। এছাড়াও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পাশাপাশি উৎপাদন শিল্পে ১০ লক্ষ চাকরি তৈরির প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির ইস্তেহার প্রসঙ্গে বিরোধীদের দাবি, বিজেপির প্রতিশ্রুতি শুধু মুখের কথা দীর্ঘদিন ধরে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছে তা সে ১৫ লক্ষ টাকাই হোক বা বছরেরও কোটি চাকরি। ক্ষমতার আগে প্রতিশ্রুতি মানুষ ফুলিয়ে মানুষকে বোকা বানানো ওদের চিরকালের স্বভাব। এই ইস্তেহারও তার ব্যতিক্রম।

তবে বিজেপি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেও কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ইস্তেহার প্রকাশ করা হয়নি। তবে দলের তরফে প্রচারে আগেই জানিয়ে দেওয়া হয়েছে ক্ষমতায় এলে মহিলাদের মাসিক ২০০০ টাকা ভাতা ও বেকার স্নাতকদের ৩ হাজার টাকা দেবে কংগ্রেস সরকার।

spot_img

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...