Wednesday, May 7, 2025

১০ লক্ষ চাকরি, ক্ষমতায় এলেই NRC! কর্নাটকের ভোটবাজারে গালভরা প্রতিশ্রুতি বিজেপির

Date:

বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদি। যা আজও পূরণ হয়নি। পাশাপাশি সিএএ-এর প্রতিশ্রুতি খাতাবন্দি হয়ে পড়ে রয়েছে। তবে ভোটবাজারে মানুষকে বোকা বানাতে রাজনীতিতে প্রতিশ্রুতির খই ফোটানো বন্ধ নেই। কর্নাটকে পদ্ম ফোটাতে সোমবার ফের গালভরা প্রতিশ্রুতি দিল গেরুয়া শিবির। তালিকায় একদিকে যেমন রয়েছে ১০ লক্ষ চাকরি অন্যদিকে আবার এনআরসির প্রতিশ্রুতি দেওয়া হল বিজেপির নির্বাচনী ইস্তেহারে। সোমবার বেঙ্গালুরুতে গিয়ে এই ইস্তেহার প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

সোমবার বিজেপির প্রকাশিত ইস্তেহারে বলা হয়েছে, অনুপ্রবেশকারীদের রুখতে ক্ষমতায় এলে এনআরসি চালু করা হবে কর্নাটকে। পাশাপাশি দরিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলিকে মাসিক রেশন ও বছরে বিনামূল্যে তিনটি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। তপসিলি মহিলাদের জন্য শুরু হবে ফিক্সড ডিপোজিট স্কিম। এছাড়াও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পাশাপাশি উৎপাদন শিল্পে ১০ লক্ষ চাকরি তৈরির প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির ইস্তেহার প্রসঙ্গে বিরোধীদের দাবি, বিজেপির প্রতিশ্রুতি শুধু মুখের কথা দীর্ঘদিন ধরে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছে তা সে ১৫ লক্ষ টাকাই হোক বা বছরেরও কোটি চাকরি। ক্ষমতার আগে প্রতিশ্রুতি মানুষ ফুলিয়ে মানুষকে বোকা বানানো ওদের চিরকালের স্বভাব। এই ইস্তেহারও তার ব্যতিক্রম।

তবে বিজেপি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেও কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ইস্তেহার প্রকাশ করা হয়নি। তবে দলের তরফে প্রচারে আগেই জানিয়ে দেওয়া হয়েছে ক্ষমতায় এলে মহিলাদের মাসিক ২০০০ টাকা ভাতা ও বেকার স্নাতকদের ৩ হাজার টাকা দেবে কংগ্রেস সরকার।

Related articles

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...

লস্করের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত, ‘মোক্ষম জবাব’ সোশ্যাল মিডিয়ায় দাবি ভারতীয় সেনার

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ভারতীয় সেনার প্রিসিশন স্ট্রাইক (Precision Strike)। পহেলগাম হামলার (Pahelgam Attack...
Exit mobile version