Saturday, November 8, 2025

১০ লক্ষ চাকরি, ক্ষমতায় এলেই NRC! কর্নাটকের ভোটবাজারে গালভরা প্রতিশ্রুতি বিজেপির

Date:

Share post:

বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদি। যা আজও পূরণ হয়নি। পাশাপাশি সিএএ-এর প্রতিশ্রুতি খাতাবন্দি হয়ে পড়ে রয়েছে। তবে ভোটবাজারে মানুষকে বোকা বানাতে রাজনীতিতে প্রতিশ্রুতির খই ফোটানো বন্ধ নেই। কর্নাটকে পদ্ম ফোটাতে সোমবার ফের গালভরা প্রতিশ্রুতি দিল গেরুয়া শিবির। তালিকায় একদিকে যেমন রয়েছে ১০ লক্ষ চাকরি অন্যদিকে আবার এনআরসির প্রতিশ্রুতি দেওয়া হল বিজেপির নির্বাচনী ইস্তেহারে। সোমবার বেঙ্গালুরুতে গিয়ে এই ইস্তেহার প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

সোমবার বিজেপির প্রকাশিত ইস্তেহারে বলা হয়েছে, অনুপ্রবেশকারীদের রুখতে ক্ষমতায় এলে এনআরসি চালু করা হবে কর্নাটকে। পাশাপাশি দরিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলিকে মাসিক রেশন ও বছরে বিনামূল্যে তিনটি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। তপসিলি মহিলাদের জন্য শুরু হবে ফিক্সড ডিপোজিট স্কিম। এছাড়াও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পাশাপাশি উৎপাদন শিল্পে ১০ লক্ষ চাকরি তৈরির প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির ইস্তেহার প্রসঙ্গে বিরোধীদের দাবি, বিজেপির প্রতিশ্রুতি শুধু মুখের কথা দীর্ঘদিন ধরে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছে তা সে ১৫ লক্ষ টাকাই হোক বা বছরেরও কোটি চাকরি। ক্ষমতার আগে প্রতিশ্রুতি মানুষ ফুলিয়ে মানুষকে বোকা বানানো ওদের চিরকালের স্বভাব। এই ইস্তেহারও তার ব্যতিক্রম।

তবে বিজেপি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেও কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ইস্তেহার প্রকাশ করা হয়নি। তবে দলের তরফে প্রচারে আগেই জানিয়ে দেওয়া হয়েছে ক্ষমতায় এলে মহিলাদের মাসিক ২০০০ টাকা ভাতা ও বেকার স্নাতকদের ৩ হাজার টাকা দেবে কংগ্রেস সরকার।

spot_img

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...