কানাইয়ালালদের নিয়ে বৈঠকে সকলকে একজোট হয়ে লড়াই করার বার্তা অভিষেকের

অভিষেক দলের জেলা নেতৃত্বকে বলেন, ছোট ছোট সভা করে মানুষের কাছে বিজেপির অপকাণ্ড তুলে ধরুন। বিজেপির অপপ্রচার রুখতে জেলার নেতাদের আরও বেশি করে কালিয়াগঞ্জে যেতে হবে। 

কালিয়াগঞ্জের অশান্তি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার জনসংযোগ যাত্রায় উত্তর দিনাজপুর (North Dinajpur) থেকে দলের নেতাদের বিশেষ নির্দেশ বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee। উত্তর দিনাজপুরের নেতাদের সঙ্গে আজ, মঙ্গলবার সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন অভিষেক দলের জেলা নেতৃত্বকে বলেন, ছোট ছোট সভা করে মানুষের কাছে বিজেপির অপকাণ্ড তুলে ধরুন। বিজেপির অপপ্রচার রুখতে জেলার নেতাদের আরও বেশি করে কালিয়াগঞ্জে যেতে হবে। মানুষকে বোঝাতে হবে। বিজেপি ও বিরোধীদের কুৎসা-অপপ্রচারের মোকাবিলা করতে হবে।

এদিকে, উত্তর দিনাজপুরের সাংগঠনিক বৈঠকে আজ আসেননি বিধায়ক আব্দুল করিম চৈধুরী। ওই বৈঠকে ২৫ জন আমন্ত্রিতের মধ্যে আব্দুল করিম চৌধুরীর নামও ছিল। কিন্তু সেই বৈঠকে যোগ দেননি ইসলামপুরের বিধায়ক। গতকাল অভিষেকের সভাতেও তিনি যোগ দেননি। জানা যাচ্ছে, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে আব্দুল করিম চৌধুরীর সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একইসঙ্গে পঞ্চায়েত ভোটকে সামনে জোরকদমে প্রস্তুতি শুরু করে দেওয়ার পরামর্শ দেন অভিষেক। তাঁর বার্তা, বিভেদ ভুলে পঞ্চায়েত নির্বাচনে সবাই একসঙ্গে মিলে কাজ করতে হবে।