Monday, January 19, 2026

হিন্দু বিরোধী মন্তব্যকারীদের গু.লি করে মা.রা হবে: বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

Date:

Share post:

কর্ণাটক(Karnataka) বিধানসভা নির্বাচন(Assembly Election) উপলক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজ্যজুড়ে জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক ও বিরোধী। কট্টর হিন্দুত্বকে সামনে রেখে এই রাজ্যে ভোট প্রচারে নেমে পড়েছে বিজেপি(BJP)। সেই পথেই এবার চরম বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের বিজেপি বিধায়ক বাসানাগৌড়া পাটিল ইয়াৎনাল(Basanagouda Patil Yatnal)। কড়া সুরে তিনি জানিয়ে দিলেন, “যদি কেউ হিন্দু বিরোধী মন্তব্য করে তবে তাঁকে গুলি করে খুন করা হবে। এবং যদি কেউ দেশবিরোধী মন্তব্য করে তবে তাঁর জন্য বরাদ্দ এনকাউন্টার।” বিজেপি বিধায়কের এহেন মন্তব্যের পর পদ্ম শিবিরের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে বিরোধী দল কংগ্রেস(Congress)।

আসলে কর্নাটকে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের যোগী শাসনের কথা তুলে ধরেন ইয়াৎনাল। সাম্প্রতিক সময়ে পুলিশি ঘেরাটোপে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই। সেই প্রসঙ্গ তুলে ধরে কর্নাটকের বিজেপি বিধায়ক জানান, “কর্নাটকে বিজেপি ক্ষমতায় এলে যোগী আদিত্যনাথের স্টাইলে সরকার চলবে। যদি কেউ দেশবিরোধী মন্তব্য করে তবে তাঁকে এনকাউন্টার করা হবে। আমরা তাকে জেলে পাঠাবো না। একইরকমভাবে রাস্তাতেই নেওয়া হবে সিদ্ধান্ত।” একইসঙ্গে তিনি জানান, ‘আর যদি কেউ ভারত বিরোধী কথা বলেন তবে তাকে গুলি করা হবে।”

উল্লেখ্য, ভোটমুখি কর্নাটকে বিতর্কিত মন্তব্য অবশ্য এই প্রথমবার নয়, এর আগে বিজেপি বিধায়ক বাসন গৌড়া কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, সোনিয়া গান্ধী হলেন বিষকন্যা। অবশ্য তাঁর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আক্রমণ ও পালটা আক্রমণে কর্নাটক রাজনীতি যখন সরগরম ঠিক সেই সময় হিন্দু বিরোধী মন্তব্যে গুলি করে মারার নিদান দিলেন আর এক বিজেপি বিধায়ক।

spot_img

Related articles

পঞ্চায়েত থেকে ওয়ার্ড অফিসে লজিকাল ডিসক্রিপেন্সি তালিকা টাঙান: কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হলেও প্রকাশ করতে হবে লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ১.৩৬...

SSC-র বয়সে ছাড় সংক্রান্ত মামলায় হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী সুপ্রিম-স্থগিতাদেশ

SSC-র বয়সে ছাড় সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২০১৬ সালের...

লিভইন পার্টনারকে খুন করে দেহ ট্রাঙ্কে ভরার অভিযোগ অবসরপ্রাপ্ত রেলকর্মীর বিরুদ্ধে

লিভইন সঙ্গীকে খুন করে তাঁর দেহ ট্রাঙ্কে ভরে রাখার অভিযোগ উঠল এবার এক অবসরপ্রাপ্ত রেলকর্মীর বিরুদ্ধে। শুধু তাই...

অসুস্থ বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, ভর্তি বেসরকারি হাসপাতালে

ফের অসুস্থ বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Roy )। কলকাতার এক বেসরকারি হাসপাতালে আপাতত ভর্তি রয়েছেন তিনি। রবিবার...