Saturday, December 27, 2025

হিন্দু বিরোধী মন্তব্যকারীদের গু.লি করে মা.রা হবে: বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

Date:

Share post:

কর্ণাটক(Karnataka) বিধানসভা নির্বাচন(Assembly Election) উপলক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজ্যজুড়ে জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক ও বিরোধী। কট্টর হিন্দুত্বকে সামনে রেখে এই রাজ্যে ভোট প্রচারে নেমে পড়েছে বিজেপি(BJP)। সেই পথেই এবার চরম বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের বিজেপি বিধায়ক বাসানাগৌড়া পাটিল ইয়াৎনাল(Basanagouda Patil Yatnal)। কড়া সুরে তিনি জানিয়ে দিলেন, “যদি কেউ হিন্দু বিরোধী মন্তব্য করে তবে তাঁকে গুলি করে খুন করা হবে। এবং যদি কেউ দেশবিরোধী মন্তব্য করে তবে তাঁর জন্য বরাদ্দ এনকাউন্টার।” বিজেপি বিধায়কের এহেন মন্তব্যের পর পদ্ম শিবিরের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে বিরোধী দল কংগ্রেস(Congress)।

আসলে কর্নাটকে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের যোগী শাসনের কথা তুলে ধরেন ইয়াৎনাল। সাম্প্রতিক সময়ে পুলিশি ঘেরাটোপে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই। সেই প্রসঙ্গ তুলে ধরে কর্নাটকের বিজেপি বিধায়ক জানান, “কর্নাটকে বিজেপি ক্ষমতায় এলে যোগী আদিত্যনাথের স্টাইলে সরকার চলবে। যদি কেউ দেশবিরোধী মন্তব্য করে তবে তাঁকে এনকাউন্টার করা হবে। আমরা তাকে জেলে পাঠাবো না। একইরকমভাবে রাস্তাতেই নেওয়া হবে সিদ্ধান্ত।” একইসঙ্গে তিনি জানান, ‘আর যদি কেউ ভারত বিরোধী কথা বলেন তবে তাকে গুলি করা হবে।”

উল্লেখ্য, ভোটমুখি কর্নাটকে বিতর্কিত মন্তব্য অবশ্য এই প্রথমবার নয়, এর আগে বিজেপি বিধায়ক বাসন গৌড়া কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, সোনিয়া গান্ধী হলেন বিষকন্যা। অবশ্য তাঁর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আক্রমণ ও পালটা আক্রমণে কর্নাটক রাজনীতি যখন সরগরম ঠিক সেই সময় হিন্দু বিরোধী মন্তব্যে গুলি করে মারার নিদান দিলেন আর এক বিজেপি বিধায়ক।

spot_img

Related articles

চন্দ্রভাগার উপর নতুন জলবিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রের, চাপ বাড়ছে ইসলামাবাদের!

প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত আবহে (Indus Water Treaty suspended)এবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে চন্দ্রভাগা নদীর...

‘সফট টার্গেট’ বয়স্করাই! SIR নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের, কমিশনকে চিঠি প্রতিনিধি দলের

নিজেদের পছন্দমতো ভোটার বাছাই করার চেষ্টা চলছে! এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। শনিবার...

মাত্র ২১ বছর বয়সে পুরসভা চেয়ারপার্সন! দেশের রাজনৈতিক ইতিহাসে নয়া অধ্যায়

কেরলের পালা শহরে কোট্টায়ম জেলার মাত্র ২১ বছর বয়সে পুরসভা কাউন্সিলর হলেন দিয়া বিনু পুল্লিকাকান্দম- যিনি দেশের কনিষ্ঠতম...

যতই করো হামলা, আবার জিতবে বাংলা! গর্জন ১০ কোটির

যতই করো হামলা, আবার জিতবে বাংলা। নয়া স্লোগান এখন তৃণমূল কর্মী-সমর্থকদের মুখে মুখে। ২০২১-এর শোচনীয় হারের পর থেকে,...