Tuesday, November 11, 2025

হিন্দু বিরোধী মন্তব্যকারীদের গু.লি করে মা.রা হবে: বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

Date:

Share post:

কর্ণাটক(Karnataka) বিধানসভা নির্বাচন(Assembly Election) উপলক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজ্যজুড়ে জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক ও বিরোধী। কট্টর হিন্দুত্বকে সামনে রেখে এই রাজ্যে ভোট প্রচারে নেমে পড়েছে বিজেপি(BJP)। সেই পথেই এবার চরম বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের বিজেপি বিধায়ক বাসানাগৌড়া পাটিল ইয়াৎনাল(Basanagouda Patil Yatnal)। কড়া সুরে তিনি জানিয়ে দিলেন, “যদি কেউ হিন্দু বিরোধী মন্তব্য করে তবে তাঁকে গুলি করে খুন করা হবে। এবং যদি কেউ দেশবিরোধী মন্তব্য করে তবে তাঁর জন্য বরাদ্দ এনকাউন্টার।” বিজেপি বিধায়কের এহেন মন্তব্যের পর পদ্ম শিবিরের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে বিরোধী দল কংগ্রেস(Congress)।

আসলে কর্নাটকে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের যোগী শাসনের কথা তুলে ধরেন ইয়াৎনাল। সাম্প্রতিক সময়ে পুলিশি ঘেরাটোপে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই। সেই প্রসঙ্গ তুলে ধরে কর্নাটকের বিজেপি বিধায়ক জানান, “কর্নাটকে বিজেপি ক্ষমতায় এলে যোগী আদিত্যনাথের স্টাইলে সরকার চলবে। যদি কেউ দেশবিরোধী মন্তব্য করে তবে তাঁকে এনকাউন্টার করা হবে। আমরা তাকে জেলে পাঠাবো না। একইরকমভাবে রাস্তাতেই নেওয়া হবে সিদ্ধান্ত।” একইসঙ্গে তিনি জানান, ‘আর যদি কেউ ভারত বিরোধী কথা বলেন তবে তাকে গুলি করা হবে।”

উল্লেখ্য, ভোটমুখি কর্নাটকে বিতর্কিত মন্তব্য অবশ্য এই প্রথমবার নয়, এর আগে বিজেপি বিধায়ক বাসন গৌড়া কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, সোনিয়া গান্ধী হলেন বিষকন্যা। অবশ্য তাঁর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আক্রমণ ও পালটা আক্রমণে কর্নাটক রাজনীতি যখন সরগরম ঠিক সেই সময় হিন্দু বিরোধী মন্তব্যে গুলি করে মারার নিদান দিলেন আর এক বিজেপি বিধায়ক।

spot_img

Related articles

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...