Sunday, December 28, 2025

আইপিএলের ম্যাচে বিতর্কে জড়িয়ে মোটা অঙ্কের জরিমানা গম্ভীর-কোহলির

Date:

Share post:

আইপিএলের ম্যাচে বিতর্কে জড়ালেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। গতকাল লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউকে হারানোর পর বিরাট কোহলির সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন গৌতম গম্ভীর । এই ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল বিসিসিআইয়ের শৃঙ্খলারক্ষা কমিটি। ২০১১ সালের বিশ্বকাপজয়ী দুই তারকাকে জরিমানা করল।

বিসিসিআইয়ের বিবৃতি অনুযায়ী, গম্ভীর ও কোহলি দু’জনেই বোর্ডের সংবিধানের দ্বিতীয় স্তরের দোষ করেছেন। আইনের ২.২১ নম্বর ধারায় তাঁরা দোষি। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের নবীন উল হককেও জরিমানা করা হয়েছে। তিনি প্রথম স্তরের দোষ করেছেন। এই আফগান পেসার বিরাট-গম্ভীরের মধ্যে দ্বন্দ্বে ঢুকে পড়েছিলেন।বিসিসিাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ ফি-র ১০০% কেটে নেওয়া হয়েছে। অন্যদিকে নবীন উল হকের ম্যাচ ফি-র ৫০% কেটে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে সমস্যা নতুন নয়। অতীতেও এই দু’জনকে বিতর্কে জড়াতে দেখা গিয়েছিল। এবার একানা স্টেডিয়ামে ম্যাচের মধ্যেই আগ্রাসীভাবে বিরাটকে দেখা যায়। সেলিব্রেশন থেকে শুরু করে প্রতিটা বিষয়ে বিরাটকে আগ্রাসী হতে দেখা যায়। চিন্নস্বামীতে RCB-কে পরাস্ত করে গৌতম গম্ভীর যেই আগ্রাসন দেখিয়েছিলেন সেটারই পাল্টা দিলেন বিরাট কোহলি।
তবে অনেকে মনে করছেন এই ম্যাচে সমস্যার সূত্রপাত হয়েছে গৌতম গম্ভীরের জন্য। ম্যাচের পর কাইল মেয়ার্স বিরাট কোহলির সঙ্গে কথা বলছিলেন। সেই সময় গম্ভীর মেয়ার্সকে টেনে নিয়ে যান। এতে বিরাট কিছু বলেন। পাল্টা বলেন গম্ভীরও। এতেই শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। সেই সময় মাঝে প্রবেশ করেন নবীন উল হক। তিনি বিরাটকে পাল্টা কিছু বলতে যান।এরপর বিরাটকে সতীর্থরা সরিয়ে নিলেও গম্ভীর বিরাটকে উদ্দেশ্য করে কিছু বলতে থাকেন। পাল্টা বিরাট এগিয়ে যান ও গম্ভীরের সঙ্গে সম্মুখ সমরে হন। পরিস্থিতি এতটাই ঘোরালো হয় যে ফাফ ডু প্লেসি ও কেএল রাহুলকে এগিয়ে আসতে হয় দু’জনকে থামাতে।

spot_img

Related articles

হাসপাতালে ভর্তি পরিচালক সুদেষ্ণা, আইসিইউতে রাখার সিদ্ধান্ত ডাক্তারদের! 

বেড়াতে গিয়ে শারীরিক অসুস্থতার কারণে জন্মদিনের দিন হাসপাতালে পরিচালক-অভিনেত্রী সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে...

বর্ষশেষের শীতের আমেজে সামান্য বাড়ল কলকাতার উষ্ণতা 

বড়দিন থেকে জাঁকিয়ে শীত (Winter) , বছরের শেষ লগ্নেও ঠান্ডার দাপট অব্যাহত। যদিও আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সুড়ঙ্গে আটকে মেট্রো, রবিবার লাইন ধরে হেঁটে প্ল্য়াটফর্মে যাত্রীরা!

ফের ছুটির দিনে মেট্রোতে ভোগান্তি। রবিবার সকালে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (Kolkata Blue Line metro) ফের যান্ত্রিক গোলযোগে...

বছরের শেষ রবিবারে পিকনিক মুডে বাংলা, ভিড় বাড়ছে চিড়িয়াখানায়-ইকোপার্ক -ভিক্টোরিয়ায়

হাতে আর মাত্র তিন দিন, তারপরেই বিদায় জানাতে হবে ২০২৫-কে। চলতি বছরের এটাই শেষ রবিবার। তাই ছুটির মেজাজে...