Saturday, August 23, 2025

আর কয়েক সপ্তাহ পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর সেই ফাইনালে নামার আগেই খুশির খবর ভারতীয় দলে। আইসিসির টেস্ট ক্রমতালিকায় অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে রোহিত শর্মা, বিরাট কোহলিরা।তথ্য বলছে, ১৫ মাস পরে অস্ট্রেলিয়াকে সিংহাসন থেকে সরাল ভারত।এর আগে ১২২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে ছিল অস্ট্রেলিয়া।১১৯ পয়েন্ট ছিল ভারতের। নতুন যে ক্রমতালিকা ২০২০ সালের মে মাসের পর থেকে হওয়া সিরিজের পরিসংখ্যান অনুযায়ী হিসাব করা হয়েছে। সেই কারণে ২০২১-২২ মরসুমে পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ফলে অস্ট্রেলিয়ার জয়ের কোনও পয়েন্ট অজিরা পায়নি।সেই কারণে তাদের পয়েন্ট কমে হয়েছে ১১৬। অন্য দিকে ভারতের পয়েন্ট বেড়ে হয়েছে ১২১।

নতুন যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে সেখানে তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১১৪। চার নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০৪। পাঁচ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড,তাদের পয়েন্ট ১০০।

আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ভারত দ্বিতীয় বারের জন্য ফাইনাল খেলছে। গতবারের হারের ধাক্কা ভুলে এ বার জিততে মরিয়া রোহিত, কোহলিরা। অন্য দিকে এ বারই প্রথম ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামবেন প্যাট কামিন্সরাও।

কিন্তু রাতারাতি রেটিং পয়েন্টে এই বিরাট পরিবর্তন হল কী করে? আসলে বার্ষিক র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে মূলত মে ২০২০ থেকে মে ২০২২ পর্যন্ত যে যে সিরিজ সম্পূর্ণ হয়েছে, সেই সেই সিরিজকে রেটিং পয়েন্টের মধ্যে অর্ধেক হিসাবে ধরা হয়েছে। ২০২০ সালের আগের সব সিরিজ হিসাবের বাইরে চলে গিয়েছে। ফলে ২০১৯-২০ সার্কেলে অজিদের দুটি সিরিজ ধর্তব্যের মধ্যে আসেনি। সেকারণেই অস্ট্রেলিয়ার এই বিরাট অবনমন বলে জানা গিয়েছে।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version