বুধ থেকে কেন্দ্রীয় বঞ্চনা-বিজেপির বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে ধর্নায় বসছে মহিলা তৃণমূল কংগ্রেস

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে টানা দুদিন রেড রোডে ধর্না দেন TMC সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার মহিলা তৃণমূল কংগ্রেস ধর্নায় বসছে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে। কেন্দ্রীয় বঞ্চনা ও BJP-র বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বুধবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত টানা ৩২ ঘণ্টার ধর্না কর্মসূচি পালন করবে তৃণমূল মহিলা কংগ্রেস (TMC Women Cell) ।

১০০ দিনের কাজের টাকা থেকে আবাস, গ্রামীণ সড়ক যোজনার টাকা আটকে রাখার বিরুদ্ধে তোপ দেগে ধর্নায় বসেন তৃণমূল সভানেত্রী। অভিযোগ করেন, রাজ্য থেকে জিএসটি বাবদ কোটি কোটি টাকা তুলে নিয়ে গেলেও, রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখছে কেন্দ্রীয় সরকার।

তৃণমূলে নবজোয়ার কর্মসূচি থেকেও বাংলার বকেয়ার দাবিতে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই আবহেই এ বার ধর্নায় বসছে মহিলা তৃণমূল কংগ্রেস।


 

Previous articleতৃণমূলকে হারাতে না পেরে মানুষের উপর প্রতিশোধ কেন! বিজেপিকে তোপ অভিষেকের
Next articleআইসিসির টেস্ট ক্রমতালিকায় অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে ভারত