Monday, August 25, 2025

রাজ্যের লিজ দেওয়া জমি দেখিয়ে ঋণ নিতে গেলে লাগবে ‘‌প্রসেসিং ফি’‌

Date:

রাজ্যের লিজে দেওয়া খাস জমি ব্যাঙ্কে বন্ধক রেখে ঋণ পাওয়ার জন্য সরকারের অনুমতি নিতে গেলে এবার থেকে ‘‌প্রসেসিং ফি’‌ দিতে হবে। মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এর ফলে রাজ্য সরকারের আয় বাড়বে।

বৈঠকে স্থির হয়েছে, শুধু বন্ধক দেওয়ার ক্ষেত্রেই নয়, লিজে নেওয়া জমি হস্তান্তর করতে গেলেও রাজ্যের অনুমতি পেতে গেলে ফি দিতে হবে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের খাস জমি শিল্প, আবাসনসহ বাণিজ্যিক কারণে আইন মেনে লিজ দেওয়া হয়। এই লিজ দেওয়া হয় ৯৯ বছরের জন্য। যিনি জমি লিজ নিচ্ছেন তাঁকে এই জমিতে বাণিজ্যিকভাবে কিছু করার জন্য অনেক সময়ে ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হয়। সেক্ষেত্রে লিজে নেওয়া জমিও অনেক সময়ে বন্ধক রাখতে হয়। যেহেতু সরকারের কাছ থেকে এসি জমি লিজে নেওয়া তাই বন্ধন দেওয়ার আগে সরকারের অনুমতি নেওয়া নিয়ম। এতদিন ভূমি দফতর থেকে এই অনুমতি বিনমূল্যেই দেওয়া হত। এবার থেকে জমির পরিমান অনুযায়ী ফি বাবদ টাকা ধার্য্য করা হবে। সেক্ষেত্রে ১ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত সরকারকে দিতে হতে পারে। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন মিলল। এবার কোন জমির ক্ষেত্রে কী পরিমান প্রসেসিং ফি দিতে হবে তা ঠিক করবে ভূমি দফতর।

অনেক ক্ষেত্রে জমি লিজ নিয়ে কারখানা করার পর তা চালাতে না পেরে অনেকেই হস্তান্তর করে দিতে চান। সেক্ষেত্রে লিজ প্রাপকের নামেরও পরিবর্তন করতে হবে। এই হস্তান্তর ও নাম পরিবর্তনের অনুমতি সরকার এতদিন বিনামূল্যেই দিত। এবার থেকে এই কাজের জন্যও প্রসেসিং ফি দিতে হবে। শুধু কারখানা নয়, সরকারের থেকে লিজে নেওয়া জমির ওপর গড়ে তোলা বাণিজ্যিক সংস্থা বা বাড়ি হস্তান্তরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য, কিছুদিনের মধ্যেই ভূমি দপ্তর থেকে প্রকাশ করা হবে।

আরও পড়ুন- বন্ধ হতে বসেছিল চিকিৎসা, র.ক্ত দিয়ে তরুণীর প্রা.ণ বাঁচালেন সিভিক ভলেন্টিয়ার

প্রযুক্তিগত শিক্ষা ক্ষেত্রে পড়ুয়াদের আরো ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য গড়ে তোলা হবে স্কিল ডেভেলপমেন্ট সিটি । আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিটি গড়ে তুলতে রাজারহাটে ৭৭. ৩৩ একর জমি দেওয়ার জন্য সবুজ সংকেত দেওয়া হলো। এখানে বেসরকারি সংস্থার উদ্যোগে অত্যাধুনিক মানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে । এই সব কেন্দ্রে পড়ুয়াদের প্রশিক্ষণ নেওয়ার পর নামিদামি সংস্থায় চাকরি পাওয়া সুবিধা হবে বলে মনে করছে রাজ্য সরকার।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version