Friday, November 14, 2025

মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ার পরেও নিয়োগে দেরি কেন? প্রশ্ন তুলে ক্ষো.ভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ার পরেও পদ্ধতিগতভাবে নতুন নিয়োগে দেরি কেন? মঙ্গলবার, বৈঠকে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “প্রতিবার কিছু না কিছু পদ সৃষ্টির বা নতুন নিয়োগের অনুমোদন দেয় মন্ত্রিসভা। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় শূন্যপদ পূরণে অনেক দেরি হয়ে যাচ্ছে।“

এদিনের বৈঠকে ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi), স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা (BP Gopalika), অর্থসচিব মনোজ পন্থ, ভূমি দফতরের সচিব স্মারকি মহাপাত্র। মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, যত দ্রুত সম্ভব নিয়োগের কাজ শেষ করতে হবে। তাঁর কথায়, “এমনিতেই আইনি জটিলতায় কিছু চাকরি আমরা দিতে পারছি না। কিন্তু যেটা আমাদের হাতে র‌য়েছে, সেক্ষেত্রে নিয়োগ দ্রুত করতে হবে। এই কারণেই পাবলিক সার্ভিস কমিশনকে কীভাবে আরও সক্রিয় করা যায়, তা দেখতে ১২২ জনের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে বলে নবান্নসূত্রে খবর।“

এদিনের মন্ত্রিসভার বৈঠকেও ESI–তে তিনটি পদ, বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদে কোষাধ্যক্ষের প্রস্তাব পাশ হয়েছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগণার শিশুরাম দাস কলেজের সাতটি সহকারি অধ্যাপক পদ সৃষ্টির জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কোচবিহারের এবিএনসিল কলেজে পদার্থবিদ্যা বিভাগে এবং প্রাণীবিদ্যা বিভাগে একজন করে সহকারি অধ্যাপক নিয়োগে সম্মতি দেওয়া হয়েছে। এছাড়াও আগের মন্ত্রিসভার বৈঠকগুলিতে শুধু স্বাস্থ্যদফতরেই ১০ হাজার শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছিল। অন্যান্য দফতর ধরলে কয়েক হাজার শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু এই সব পদগুলি এখনও পূরণ করা হয়নি।

আরও পড়ুন- উঠে যাচ্ছে ফাঁ.সি? যন্ত্রণাহীন মৃ.ত্যুদন্ড দিতে কমিটি করল সরকার

 

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version