Friday, November 14, 2025

কংগ্রেস-বিজেপি বোঝাপড়া! বাংলার বকেয়া নিয়ে দিল্লিতে নীরব কেন অধীর? তোপ অভিষেকের

Date:

মালদহে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে (Adhirranjan Chowdhury) তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেন্দ্রের কাছে বাংলায় বকেয়া বহু হাজার কোটি টাকা। তা নিয়ে বারবার দিল্লিতে দরবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের সাংসদরা। কিন্তু বাংলা থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ বাংলার প্রাপ্য আদায়ে দিল্লি কোনও আওয়াজ তোলেননি। বঙ্গে বিজেপি-কংগ্রেস আঁতাঁত রয়েছে। বুধবার, মালদহে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি থেকে তোপ দাগেন অভিষেক।

জনসংযোগ যাত্রায় এই মুহূর্তে মালদহে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই কংগ্রেসের সঙ্গে বিজেপির বোঝাপড়া নিয়ে তীব্র আক্রমণ করেন তিনি। অভিষেক অভিযোগ করেন, বাংলার মানুষের সমস্যা নিয়ে কখনও দিল্লি যাননি অধীর। এমনকী, মালদহের মানুষের দুর্দশার কথা তুলে ধরতে কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেননি। সারা দেশের মধ্যে একমাত্র বাংলার ১০০দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। কিন্তু সেই বিষয় নিয়ে সংসদে আওয়াজ তুলতে দেখা যায়নি প্রদেশ কংগ্রেস সভাপতিকে।

মালদহ একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। কিন্তু এখন সেসব অতীত। তবে, সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয়ের পরে ফের শাসকদলকে ঠুকে নানা মন্তব্য করছেন অধীর চৌধুরী। এদিন, কংগ্রেসকে নিশানা করে অভিষেক বলেন, “পরের বার যখন আপনি ভোট দেবেন, তখন এই বিষয়গুলি মনে রাখবেন যে এই লোকেরা শুধুমাত্র আপনার ভোট চাওয়ার জন্য আপনাকে বিভ্রান্ত করে।“

আরও পড়ুন- বাড়ছে মামলার চাপ, রাজ্যে আসছে অতিরিক্ত CBI আধিকারিক!

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version