এবার স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতালই হার্ট অপারেশন। ২৮ বছরের এক তরুণীর প্রাণ ফিরে পাবেন তৃষা দাস। স্বাস্থ্য দফতর থেকে টুইট করে বিষয়টি জানানো হয়েছে।

দীর্ঘদিন দুরারোগ্য হার্টের সমস্যাায় ভুগছিলেন তৃষা। অনেক হাসপাতাল, চিকিৎসক দেখিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এবার তাঁর হার্ট প্রতিস্থাপন হবে। সৌজন্য স্বাস্থ্যাসাথী কার্ড। স্বাস্থ্য দফতরের টুইটে বলা হয়েছে, পেসমেকারও বসানো হয়েছিল। কিন্তু বারবার হার্ট ফেলিওর হচ্ছিল। তাই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অর্থের সংস্থান করতে সম্মত হয়েছে স্বাস্থ্য্ দফতর। এই কাজে এগিয়ে এসেছে মুকুন্দপুরের ফর্টিস হাসপাতাল।

স্বাস্থ্যাসাথী প্রকল্পে হার্টের অস্ত্রোপোচারের জন্য পরিবারের তরফে স্বাস্থ্য দফতরের কাছে আবেদন করেন তৃষার পরিবার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তৃষার যাতে হৃদপিণ্ড প্রতিস্থাপন হয় তারজন্যে আবেদন করে তৃষার পরিবার। স্বাস্থ্য দফতর থেকে ইতিমধ্যেই অনুমতি দেওয়া হয়েছে। স্বাস্থ্যসসাথী প্রকল্লের আওতায় এই প্রথম ফর্টিস হাসপাতালে হার্ট প্রতিস্থাপন হবে। হার্ট প্রতিস্থাপন করার কথা সিটিভিএস বিশেষজ্ঞ ডা কে এম মান্নানা।

আরও পড়ুন- আদালত চত্বরে হুমকি-গালাগাল দেওয়ার অভিযোগ! রত্নার বিরুদ্ধে থানায় শোভন-বৈশাখী
