Saturday, May 3, 2025

কংগ্রেস শুধু ‘গালির রাজনীতি’ করে: শেষ লগ্নের প্রচারে কর্নাটকে আক্রমণাত্মক মোদি

Date:

আগামী ১০ মে কর্নাটকে(Karnataka) বিধানসভা নির্বাচন(Assembly Election)। দক্ষিনের এই রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে জোর কদমে নেমে পড়েছে শাসক বিরোধী দুপক্ষই। বুধবার শেষ লগ্নের প্রচারে নেমে প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। একইসঙ্গে কড়া ভাষায় কংগ্রেসকে(Congress) আক্রমণ শানালেন তিনি। জানালেন, “বিরোধীরা শুধু গালির রাজনীতি করে। ওরা আমাদের হারাতে পারে না তাই গালি দেয়।”

বুধবার কর্নাটকের উত্তর কন্নড় জেলায় নির্বাচনী সভায় উপস্থিত হয়ে কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “বিরোধীরা শুধু গালির রাজনীতি করে। ওরা আমাদের হারাতে পারে না তাই গালি দেয়। কিন্তু কর্নাটকের মানুষ এই গালির রাজনীতিকে খারিজ করে দিয়েছে। এবং রাজ্যবাসী আমাকে গালি দেওয়ার জন্য কংগ্রেসকে শিক্ষা দেবে। আমরা কর্নাটককে দেশের একনম্বর রাজ্য বানাবো। যার জন্য আপনাদের বিজেপিকে ভোট দিতে হবে।”

একইসঙ্গে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “দশকের পর দশক ধরে কুশাসন চালিয়ে কংগ্রেস মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছে। যার জেরে এখন মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কংগ্রেস আজও কর্নাটকের সব প্রকল্পে ৮০ শতাংশ কমিসন খেতে তৈরি হয়ে বসে রয়েছে। ৪ কোটি ২০ লক্ষ ভুয়ো গ্রাহককে কংগ্রেসকে রেশন দিয়েছে, ৪ কোটি ভুয়ো গ্রাহককে গ্যাসের সাবসিডি দিয়েছে, মহিলা কল্যানের নামে à§§ কোটি ভুয়ো ব্যক্তিকে টাকা পাঠানো হয়েছে। ৩০ লক্ষ ভুয়ো পড়ুয়াকে বৃত্তি দেওয়া হয়েছে। রাজ্যের আদিবাসীদের শুধুমাত্র ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস। সব সুবিধা থেকে তাঁদের বঞ্চিত রাখা হয়েছে। কংগ্রেস দেশের প্রতিটি কোণায় সরকারি কাগজপত্রে প্রায় ১০ কোটি ভুয়ো নাম রেখেছিল। তারা যে টাকা পাবে তা কোথায় যাবে? এই টাকা কংগ্রেসের ওপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিবাজ নেতাদের পকেটে যাচ্ছে।”

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version