Monday, November 17, 2025

কংগ্রেস শুধু ‘গালির রাজনীতি’ করে: শেষ লগ্নের প্রচারে কর্নাটকে আক্রমণাত্মক মোদি

Date:

আগামী ১০ মে কর্নাটকে(Karnataka) বিধানসভা নির্বাচন(Assembly Election)। দক্ষিনের এই রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে জোর কদমে নেমে পড়েছে শাসক বিরোধী দুপক্ষই। বুধবার শেষ লগ্নের প্রচারে নেমে প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। একইসঙ্গে কড়া ভাষায় কংগ্রেসকে(Congress) আক্রমণ শানালেন তিনি। জানালেন, “বিরোধীরা শুধু গালির রাজনীতি করে। ওরা আমাদের হারাতে পারে না তাই গালি দেয়।”

বুধবার কর্নাটকের উত্তর কন্নড় জেলায় নির্বাচনী সভায় উপস্থিত হয়ে কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “বিরোধীরা শুধু গালির রাজনীতি করে। ওরা আমাদের হারাতে পারে না তাই গালি দেয়। কিন্তু কর্নাটকের মানুষ এই গালির রাজনীতিকে খারিজ করে দিয়েছে। এবং রাজ্যবাসী আমাকে গালি দেওয়ার জন্য কংগ্রেসকে শিক্ষা দেবে। আমরা কর্নাটককে দেশের একনম্বর রাজ্য বানাবো। যার জন্য আপনাদের বিজেপিকে ভোট দিতে হবে।”

একইসঙ্গে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “দশকের পর দশক ধরে কুশাসন চালিয়ে কংগ্রেস মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছে। যার জেরে এখন মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কংগ্রেস আজও কর্নাটকের সব প্রকল্পে ৮০ শতাংশ কমিসন খেতে তৈরি হয়ে বসে রয়েছে। ৪ কোটি ২০ লক্ষ ভুয়ো গ্রাহককে কংগ্রেসকে রেশন দিয়েছে, ৪ কোটি ভুয়ো গ্রাহককে গ্যাসের সাবসিডি দিয়েছে, মহিলা কল্যানের নামে ১ কোটি ভুয়ো ব্যক্তিকে টাকা পাঠানো হয়েছে। ৩০ লক্ষ ভুয়ো পড়ুয়াকে বৃত্তি দেওয়া হয়েছে। রাজ্যের আদিবাসীদের শুধুমাত্র ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস। সব সুবিধা থেকে তাঁদের বঞ্চিত রাখা হয়েছে। কংগ্রেস দেশের প্রতিটি কোণায় সরকারি কাগজপত্রে প্রায় ১০ কোটি ভুয়ো নাম রেখেছিল। তারা যে টাকা পাবে তা কোথায় যাবে? এই টাকা কংগ্রেসের ওপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিবাজ নেতাদের পকেটে যাচ্ছে।”

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version