সিঁথিতে সিঁদুর! শ্রাবন্তীকে দেখেই রেগে আ.গুন নেটপাড়া

এবার সিঁথিতে সিঁদুর পরে নেট দুনিয়া এবং নিজের অনুরাগীদের ফের ভাবিয়ে তুললেন নায়িকা।নববধূর সাজে ভিডিও পোস্ট করে ভক্তদের চমক দিতে গিয়ে উল্টে ট্রোলড হতে হল তাঁকে।

টলিউড (Tollywood) স্টার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) মানেই চরম চর্চা সোশ্যাল মিডিয়ায় (Social Media)। বেশিরভাগ ক্ষেত্রেই শিরোনামে উঠে আসে তাঁর ব্যক্তিগত জীবন আর বহু বিবাহের কথা। একাধিক বিয়ে করে কটাক্ষের শিকার শ্রাবন্তী অবশ্য এইসব নিয়ে খুব একটা বেশি ভাবেন না। তবে এবার সিঁথিতে সিঁদুর পরে নেট দুনিয়া এবং নিজের অনুরাগীদের ফের ভাবিয়ে তুললেন নায়িকা।নববধূর সাজে ভিডিও পোস্ট করে ভক্তদের চমক দিতে গিয়ে উল্টে ট্রোলড হতে হল তাঁকে।

বউ সাজতে ভালবাসেন শ্রাবন্তী। সিনেমার বাইরে নানা ফটোশ্যুটেও তাঁকে বিবাহিত নারীর লুকে দেখা যায়। এইবার সেইরকম কাণ্ডই ঘটিয়েছেন নায়িকা। সিঁথিতে চওড়া সিঁদুর পরেছেন,কপালে বড় লাল টিপ, পরনে লাল বেনারসি সঙ্গে আবার মানানসই চোকার হার। এখানেই শেষ নয় হাতে শাখা-পলা দেখে নেটজগতের পাতায় পাতায় কটূক্তির বন্যা।

টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন শ্রাবন্তী আসলে সেলিব্রিটি স্টাইলিস্ট রুদ্র সাহার (Rudra Saha) ব্রাইডাল ফটোশ্যুটের ছবি শেয়ার করেছিলেন। কিন্তু যেভাবে রক্তচক্ষু দেখাল নেটপাড়া, তাতে একটু মন খারাপ হওয়ারই কথা। নেতিবাচক কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। নায়িকার ব্যক্তিগত জীবন অনেক আগেই টালিগঞ্জের ওপেন সিক্রেট হয়ে গেছে। শ্রাবন্তীকে নিয়ে নানা সমালোচনার ঝড় বয়ে গেলেও নিজের মতোই থাকতে পছন্দ করেন তিনি। তাই এবারের ট্রোল নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিনেত্রীর তরফে।