‘দুর্নীতিগ্রস্ত’ পঞ্চায়েত প্রধান! কনভয় থামিয়ে দলীয় কর্মীদের অভিযোগ শুনলেন অভিষেক

দুর্নীতি(Corraption) চালাচ্ছেন পঞ্চায়েত প্রধান(Panchayet Pradhan)। এমনই অভিযোগ তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee) গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন দলেরই কর্মীরা। বৃহস্পতিবার মালদহে(Maldha) জনসংযোগ যাত্রা কর্মসূচিতে গিয়ে এমনই ঘটনার সম্মুখীন হলেন তৃণমূল সাংসদ। এদিন মানিকচক থেকে ইংরেজবাজার যাওয়ার পথে বিনোদপুরে(Binodhpur) দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলীয় কর্মীদের অভিযোগ শুনতে কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে পড়তে দেখা গেল অভিষেককে। বিক্ষোভকারীদের কাছ থেকে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ শোনেন তিনি। সকলকে বুঝিয়ে বিক্ষোভ থামানোর চেষ্টার পাশাপাশি তিনি আশ্বস্ত করেন সব অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার।

বৃহস্পতিবার ইংরেজবাজার যাওয়ার পথে বিনোদপুরে অভিষেকের গাড়ি থামাতে রাস্তায় জড়ো হন স্থানীয় তৃণমূল কর্মীরা। অভিষেক গাড়ি থামাতেই তাঁর কাছে এসে এলাকার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয়রা। তাঁরা দাবি করেন, ওই পঞ্চায়েত প্রধান ‘দুর্নীতিগ্রস্ত’। তাঁকে যেন নির্বাচনের টিকিট আর না দেওয়া হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে ভিড়ের মাঝে কার্যত আটকে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে বুঝিয়ে বিক্ষোভ থামানোর চেষ্টা করেন তৃণমূল সাংসদ। সবশেষে অভিষেককে হাতে লেখা অভিযোগপত্র জমা দিয়ে শান্ত হন দলীয় কর্মীরা। এরপর নিরাপত্তারক্ষীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিরাপদে সরিয়ে নিয়ে যান।

Previous articleআন্দোলনকারী কুস্তিগিরদের পাশে মমতা, টুইটে সরব মুখ‍্যমন্ত্রী
Next articleহাই কোর্টের নির্দেশকে মান্যতা! কলকাতায় এসে পৌঁছল ময়নার নি.হত বিজেপি কর্মীর দেহ