Wednesday, May 7, 2025

অরিজিতের হাসপাতাল তৈরিতে প্রশাসনকে সাহায্যের নির্দেশ মমতার

Date:

Share post:

দেশজোড়া খ্যাতি অথচ গ্রামের বাড়িতে অতি সাধারণ জীবনযাপন করেন গায়ক অরিজিৎ সিং(Arijit Singh)। এলাকার উন্নয়নের ও সাধারণ মানুষের জন্য কাজ করতে সর্বদা উদ্যোগী তিনি। এহেন অরিজিৎ চান মুর্শিদাবাদের জঙ্গিপুরে জনসাধারণের জন্য হাসপাতাল(Hospital) তৈরি করতে। মুখ্যমন্ত্রীকে জানিয়ে ছিলেন নিজের সেই ইচ্ছার কথা। বৃহস্পতিবার মালদায়(Maldah) প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) প্রশাসনকে নির্দেশ দিলেন অরিজিতের হাসপাতাল তৈরিতে সাহায্য করার।

বৃহস্পতিবার একত্রে মালদহ ও মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই জঙ্গিপুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, অরিজিৎ সিংয়ের এই মহান উদ্যোগে প্রশাসনকে সাহায্য করার। বৈঠকে মুর্শিদাবাদের স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে আলোচনা শুরু হতে মুখ্যমন্ত্রী অরিজিতের হাসপাতাল তৈরির ইচ্ছের কথা তুলে ধরেন। তিনি জানান, অরিজিৎ জেলার ছেলে। জেলার জন্য ও কিছু করতে চায়। আমাকে বলছিল, “একটা হাসপাতাল তৈরির কথা। যদিও জঙ্গিপুরে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল রয়েছে, তবু অরিজিৎ হাসপাতাল বানালে জেলাবাসীর সুবিধাই হবে। ওর কাজে তোমরা সাহায্য করো।”

উল্লেখ্য, গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত হয়েছিল গায়ক অরিজিৎ সিংয়ের। সেখানেই মুখ্যমন্ত্রীকে অরিজিৎ জানিয়েছিলেন নিজের এলাকায় একটি হাসপাতাল তৈরির ইচ্ছের কথা। মুখ্যমন্ত্রীও তাঁর উদ্যোগের কথা শুনে তাঁকে সাহায্যের আস্বাস দেন। অবশেষে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক থেকে ওই হাসপাতাল তৈরিতে সাহায্যের জন্য প্রশাসনকে নির্দেশ দিলেন তিনি।

spot_img

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...