Tuesday, May 13, 2025

কোন সাহসে পেট্রোপণ্যের দাম বাড়াচ্ছে মোদি সরকার? বিস্ফো.রক তথ্য দিলেন অভিষেক

Date:

Share post:

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে এই মুহূর্তে মালদহে (Maldah) রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, সকাল থেকেই রতুয়া, মানিকচক একধিক সভা করছেন তিনি। আর সেখান থেকেই এক তিরে বিজেপি-কংগ্রেসকে নিশানা করেন অভিষেক। মানিকচকের সভা থেকে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন অভিষেক। কোন সাহসে পেট্রোপণ্যের দাম বাড়াচ্ছে মোদি সরকার? ব্যাখ্যা দেন তিনি।

তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির ভরা ডুবি হওয়ার পরে পেট্রোল-ডিজেল, গ্যাসের দাম কমাতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু কংগ্রেস যখন হিমাচলে জিতল, তখন পেট্রোলের দাম কমেনি। কারণ, তলায় তলায় কংগ্রেস-বিজেপি আঁতাঁত রয়েছে। সেই কারণেই, এই মূল্য বৃদ্ধিরে ইস্যুতে একদিনও রাস্তায় নামেনি কংগ্রেস। তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, গ্যাসের দাম আসলে বাড়েনি, ৪০০ টাকাই আছে। আরও ৮০০ টাকা লোকসভা নির্বাচনে বিজেপি আর কংগ্রেসকে জেতানোর খেসারত দিচ্ছেন মালদহের মানুষ। পেট্রোলের দামও ৫০ টাকাই আছে, বাকি ৫০ টাকা দেশের মানুষ মোদি সরকারকে নির্বাচিত করার খেসারত দিচ্ছেন।

সভা থেকে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে (Adhir Chowdhury) নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে যাঁরা নিরাপত্তা দেয়, সেই স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনের থাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নেন অধীর। রাজ্যের নিরাপত্তায় তাঁর আস্থা নেই। কারণ, গেরুয়া শিবিরের সঙ্গে গোপনে বোঝাপড়া রয়েছে অধীর চৌধুরীদের দলের। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই সব কথা মাথায় রেখেই ভোট দেওয়ার আহ্বান জানান অভিষেক। তাঁর কথায়, বিজেপির বিরুদ্ধে একমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেন তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

 

 

 

spot_img

Related articles

স্বাভাবিকের পথে উপত্যকা, তবু কাটছে না আতঙ্ক!

পহেলগাম হামলা থেকে অপারেশন সিন্দুর (Operation Sindoor), কখনও সীমান্তে গোলাগুলি আবার কখনও আকাশপথে ড্রোন কিংবা মিসাইল হামলায় ত্রস্ত...

আজই বর্ষার আগমন! তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল মৌসম ভবন 

গরমে হাঁসফাঁস রাজ্যবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে গোটা বৈশাখ জুড়ে। বাংলা নববর্ষের প্রথম মাসের...

প্রধানমন্ত্রীর ভাষণের পরেই রাতে জম্মুতে হামলার চেষ্টা পাকিস্তানের! ব্ল্যাকআউট এলাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছু সময় পরই সোমবার রাতে জম্মুর সাম্বা সেক্টরে...

পর্যটক টানতে উদ্যোগ! এবার দার্জিলিঙের রাস্তায় ছুটবে ‘অমিতাভ-ধর্মেন্দ্রর’ মোটরবাইক

“ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে...” — এই গানে ভেসে আসা বন্ধুত্বের আবেগ এবার ছুঁয়ে যাবে বাংলার প্রিয় পাহাড়ি...