Monday, August 25, 2025

কোন সাহসে পেট্রোপণ্যের দাম বাড়াচ্ছে মোদি সরকার? বিস্ফো.রক তথ্য দিলেন অভিষেক

Date:

Share post:

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে এই মুহূর্তে মালদহে (Maldah) রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, সকাল থেকেই রতুয়া, মানিকচক একধিক সভা করছেন তিনি। আর সেখান থেকেই এক তিরে বিজেপি-কংগ্রেসকে নিশানা করেন অভিষেক। মানিকচকের সভা থেকে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন অভিষেক। কোন সাহসে পেট্রোপণ্যের দাম বাড়াচ্ছে মোদি সরকার? ব্যাখ্যা দেন তিনি।

তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির ভরা ডুবি হওয়ার পরে পেট্রোল-ডিজেল, গ্যাসের দাম কমাতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু কংগ্রেস যখন হিমাচলে জিতল, তখন পেট্রোলের দাম কমেনি। কারণ, তলায় তলায় কংগ্রেস-বিজেপি আঁতাঁত রয়েছে। সেই কারণেই, এই মূল্য বৃদ্ধিরে ইস্যুতে একদিনও রাস্তায় নামেনি কংগ্রেস। তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, গ্যাসের দাম আসলে বাড়েনি, ৪০০ টাকাই আছে। আরও ৮০০ টাকা লোকসভা নির্বাচনে বিজেপি আর কংগ্রেসকে জেতানোর খেসারত দিচ্ছেন মালদহের মানুষ। পেট্রোলের দামও ৫০ টাকাই আছে, বাকি ৫০ টাকা দেশের মানুষ মোদি সরকারকে নির্বাচিত করার খেসারত দিচ্ছেন।

সভা থেকে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে (Adhir Chowdhury) নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে যাঁরা নিরাপত্তা দেয়, সেই স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনের থাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নেন অধীর। রাজ্যের নিরাপত্তায় তাঁর আস্থা নেই। কারণ, গেরুয়া শিবিরের সঙ্গে গোপনে বোঝাপড়া রয়েছে অধীর চৌধুরীদের দলের। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই সব কথা মাথায় রেখেই ভোট দেওয়ার আহ্বান জানান অভিষেক। তাঁর কথায়, বিজেপির বিরুদ্ধে একমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেন তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

 

 

 

spot_img

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...