উত্তর পেরিয়ে এবার দক্ষিণে, মুর্শিদাবাদে অভিষেকের জনসংযোগ যাত্রায় ‘জনসুনামি’

২ মাসের কর্মসূচি হাতে নিয়ে গোটা রাজ্যজুড়ে জনসংযোগে নেমেছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। গত ১০ দিনে উত্তরবঙ্গে কর্মসূচি করার পর শুক্রবার দক্ষিণবঙ্গে পা রাখলেন অভিষেক। এদিন মালদা থেকে মুর্শিদাবাদের(Mursidabad) ফারাক্কায় পা রেখে জনসুনামিতে ভাসলেন তৃণমূল সাংসদ।

শুক্রবার সকালে মালদাতে কিষাণ জাতি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। এরপর মালদা জেলার দলীয় নেতৃত্বদের সঙ্গে মানুষের পঞ্চায়েত সাফল্যমণ্ডিত করতে বিস্তারিত বৈঠক করেন তিনি। বৈঠক সেরেই অভিষেক বেরিয়ে পড়েন ফারাক্কার উদ্দেশ্যে। জনসংযোগের ১১ তম দিনে দক্ষিণবঙ্গে পৌঁছনর পর অভিষেককে উষ্ণ অভ্যর্থনা জানান সাধারণ মানুষ। জঙ্গিপুর যাওয়ার পথে ৩৪ নম্বর জাতীয় সড়কে গাড়ির মাথায় উঠে জমায়েতের উদ্দেশ্যে হাত নাড়েন তৃণমূল যুবরাজ। পথে যতদূর চোখ যায় দেখা যায় উৎসাহী মানুষের ভিড়। সেখান থেকে সুতি বিধানসভা এলাকায় গাড়ি থেকে নেমে মানুষের সঙ্গে সাক্ষাত করেন তৃণমূল সাংসদ। করেন জনসংযোগ। সেখান থেকে জঙ্গিপুর পৌঁছে রোড শো করেন তৃণমূলের যুবরাজ। জঙ্গিপুরে দাদা ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন তিনি। সন্ধ্যায় রঘুনাথগঞ্জের রঞ্জিতপুরে আরবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে করেন আলাপচারিতা। আজ মালদাতে রাত্রি যাপন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ফরাক্কা, সামশেরগঞ্জ, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জে তাঁর সভা রয়েছে।

উল্লেখ্য, মানুষের পঞ্চায়েত গড়তে ২মাস ব্যাপী রাজ্যজুড়ে কর্মসূচি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই কর্মসূচির নাম ‘তৃণমূলে নবজোয়ার’। এই কর্মসূচি দু’টি ভাগে বিভক্ত- জনসংযোগ এবং গ্রাম বাংলার মতামত। যেখানে ‘পছন্দের প্রার্থীকে ভোট’ দেবেন সাধারণ মানুষ। ভোট দেওয়া যাবে ব্যালটে এবং ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে। এক্ষেত্রে ভোটদাতার পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। জনমতামত এবং বুথস্তরের সভাপতিদের প্রস্তাবিত নাম গুরুত্ব দিয়ে বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রার্থী নিয়ে। শুক্রবার ২ দিনের সফরে মুর্শিদাবাদ এসেছেন অভিষেক। যার প্রথম দিনেই জন সুনামি দেখা গেল অভিষেকের যাত্রাপথে।

Previous article১৩ ঘণ্টা পর খুলল বদ্রীনাথের রাস্তা, আত*ঙ্কে পর্যটকরা!
Next articleমালদহে চলন্ত প্যাসেঞ্জার ট্রেনে আ.গুন, আত.ঙ্কে যাত্রীরা