মালদহে চলন্ত প্যাসেঞ্জার ট্রেনে আ.গুন, আত.ঙ্কে যাত্রীরা

হাওড়া এনজিপি রুটের মালাহার স্টেশনে প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগার ঘটনায় আটকে পড়ে বহু যাত্রীবাহী ট্রেন।

মালদহে প্যাসেঞ্জার ট্রেনে অগ্নিকাণ্ডের (Fire Incident in Passenger Train) ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। হাওড়া -নিউ জলপাইগুড়ি রুটে (Howrah NJP Route) মালাহার স্টেশনের (Malahar Station) কাছে চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। কোনওমতে ট্রেনটিকে সামসি স্টেশনে আনা হয়। আতঙ্কে ট্রেন থেকে দ্রুত নেমে পড়েন যাত্রীরা। ইঞ্জিনের পরের কম্পার্টমেন্ট থেকে ধোঁয়া বেরিয়ে আসতে চাঞ্চল্য ছড়ায়।

হাওড়া এনজিপি রুটের মালাহার স্টেশনে প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগার ঘটনায় আটকে পড়ে বহু যাত্রীবাহী ট্রেন। প্রায় ৪০ মিনিট ধরে আটকে থাকে বন্দেভারত এক্সপ্রেস (Vandebharat Express)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। রেলের তরফ থেকে আধিকারিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। হতাহতের কোনও খবর নেই।


 

Previous articleউত্তর পেরিয়ে এবার দক্ষিণে, মুর্শিদাবাদে অভিষেকের জনসংযোগ যাত্রায় ‘জনসুনামি’
Next articleকনভয়ের ধাক্কায় যুবকের মৃ*ত্যু, শুভেন্দুকে পুলিশের নোটিশ