Monday, November 10, 2025

শুভেন্দুর কনভয়ের ধা.ক্কায় হ.ত যুবক, অব.রোধ চণ্ডীপুরে

Date:

Share post:

নির্লজ্জতার চরম সীমা ছাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা (Opposition Leader)। বৃহস্পতিবার তার কনভয়ের ধাক্কায় এক নিরীহ সাইকেল আরোহীর মৃত্যু হয়। ন্যক্কারজনক ঘটনা ঘটার পরেও থামেনি কনভয়। ক্ষুব্ধ এলাকার মানুষ। গভীর রাতে জাতীয় সড়ক অবরোধ করেন। উত্তেজনা তুঙ্গে।

ঘটনা ঘটে ১১৬/বি জাতীয় সড়কে। দিঘা-নন্দকুমারের মাঝে চণ্ডীপুরে। কনভয় যাওয়ার সময় সাইকেল আরোহী সেখ ইসরাফিলকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এরপরেই চণ্ডীপুরের জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। দাবি, এবার শাস্তি চাই গদ্দারের। বেপরোয়া গাড়ি চালানোর দায় তাকেই নিতে হবে। এর আগে আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ঠ হয়ে মানুষের মৃত্যু হওয়ার পরেও অভিযুক্ত গদ্দারবাহিনী ন্যুনতম মানবিক সৌজন্য দেখিয়ে ঘটনাস্থলে যায়নি। এবারও একই ঘটনা। এবার তারা শেষ দেখে ছাড়তে চান। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে চলে সাধারণ মানুষের বিক্ষোভ। পুলিশের কাছে দাবি, অভিযুক্তকে চরম শাস্তি দিতে হবে।

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম শেখ ইসরাফিল (৩৩)। তাঁর বাড়ি ভৈরবপুরে। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ‘‘চণ্ডীপুরে একটা দুর্ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় দুর্ঘটনা বলে অভিযোগ এসেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখছি। এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি ঠিক কী ঘটনা ঘটেছে, সেটা আমরা খতিয়ে দেখার পরেই এই নিয়ে বিশদে বলতে পারব।’’

এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি শুভেন্দু অধিকারীর। এমনকী এ বিষয় নিয়ে কথাও বলতে চাননি তিনি।


 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...