শুভেন্দুর কনভয়ের ধাক্কায় পথচারীর মৃ*ত্যুতে সরব তৃণমূল

বিরোধী দলনেতার কনভয়ের ধাক্কায় এক নিরীহ সাইকেল আরোহীর মৃত্যু হয়।তবুও তাপ উত্তাপ নেই শুভেন্দু অধিকারীর। ন্যক্কারজনক এই ঘটনা ঘটার পরেও থামেনি কনভয়। ক্ষুব্ধ এলাকার মানুষ। গভীর রাতে জাতীয় সড়ক অবরোধ করেন। উত্তেজনা তুঙ্গে। বিরোধী দলনেতার গ্রেফতারের দাবিতে চণ্ডীপুর যাচ্ছে তৃণমূল প্রতিনিধিদল। কাঁথিতেও বিক্ষোভ হবে।শুক্রবারই সকাল সাড়ে দশটায় চণ্ডীপুর পৌঁছে যাবেন দোলা সেন, সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বীরবাহা হাঁসদা, সুদীপ রাহা, দেবাংশু ভভট্টাচার্য, জয়া দত্ত ও তন্ময় ঘোষ।

আরও পড়ুন:বেপরোয়া কনভয় কাড়ল তরতাজা প্রাণ, ফিরেও তাকালেন না শুভেন্দু! গ্রেফতারি চাইলেন কুণাল




বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ১১৬/বি জাতীয় সড়কে। দিঘা-নন্দকুমারের মাঝে চণ্ডীপুরে। কনভয় যাওয়ার সময় সাইকেল আরোহী শেখ ইসরাফিলকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এরপরেই চণ্ডীপুরের জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। দাবি,শুভেন্দু শাস্তির দাবি করা হয়েছে। বেপরোয়া গাড়ি চালানোর দায় তাকেই নিতে হবে। এর আগে আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু হওয়ার পরেও অভিযুক্ত গেরুয়াবাহিনী ন্যূনতম মানবিক সৌজন্য দেখিয়ে ঘটনাস্থলে যায়নি। এবারও একই ঘটনা। এবার তাঁরা শেষ দেখে ছাড়তে চান। রাস্তা অবরোধ করে, টায়ার জ্বালিয়ে চলে সাধারণ মানুষের বিক্ষোভ। পুলিশের কাছে দাবি, অভিযুক্তকে চরম শাস্তি দিতে হবে।

 

 

Previous articleবেপরোয়া কনভয় কাড়ল তরতাজা প্রাণ, ফিরেও তাকালেন না শুভেন্দু! গ্রেফতারি চাইলেন কুণাল
Next articleহানিট্র্যা*পে ফেঁ*সে দেশের প্রতির*ক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ নথি পাকিস্তানে চালান! ধৃত ডিআরডিও বিজ্ঞানী