Thursday, August 28, 2025

লালবাজারে খুলছে কন্ট্রোল রুম! ‘মোকা’ মোকাবেলায় প্রস্তুত রাজ্য প্রশাসন

Date:

এখনও পর্যন্ত সঠিক গতিপথ জানা যায়নি, কিন্তু যতদিন যাচ্ছে ততই দুর্যোগের আশ.ঙ্কা বাড়ছে। আগামী দুদিনের মধ্যে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য বড় সতর্কবার্তা না এলেও ঘূর্ণিঝড় (Cyclone Mocha) মোকাবিলায় কোনওরকম খামতি রাখতে চাইছে না রাজ্য প্রশাসন। সূত্রের খবর, ঝড়ের জন্য আজ শনিবার থেকে একটি স্পেশাল কন্ট্রোল রুম (Special Control Room) খোলা হচ্ছে লালবাজারে (Lalbazar)। এখানেই বিভিন্ন দফতর একসঙ্গে থেকে বিপর্যয় মোকাবিলার কাজ করা হবে বলে জানা যাচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর শুধু বাংলা বা উপকূলবর্তী রাজ্য নয় চিন্তা বেড়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়েও। আগামীকাল থেকে এই সমস্ত এলাকায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় সব বিনোদনমূলক অনুষ্ঠান ইতিমধ্যেই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দুর্যোগের আভাস পেতেই সতর্ক করা হয়েছে পর্যটক ও মৎস্যজীবীদেরও। শনিবার সকাল থেকেই লালবাজারে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হচ্ছে।এই পরিস্থিতিতে দেশের ৪টি রাজ্যকে সতর্ক করে দিল দিল্লির মৌসম ভবন(IMD)। এই ৪টি রাজ্য হল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলা(Bengal)। মৌসম ভবন এদিন জানিয়েছে, আগামিকাল অর্থাৎ শনিবার ৬ মে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর পর আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবিবার নিম্নচাপ তৈরির পর ৮ মে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। ৯ মে তা অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে।


 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version