Saturday, November 15, 2025

লালবাজারে খুলছে কন্ট্রোল রুম! ‘মোকা’ মোকাবেলায় প্রস্তুত রাজ্য প্রশাসন

Date:

এখনও পর্যন্ত সঠিক গতিপথ জানা যায়নি, কিন্তু যতদিন যাচ্ছে ততই দুর্যোগের আশ.ঙ্কা বাড়ছে। আগামী দুদিনের মধ্যে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য বড় সতর্কবার্তা না এলেও ঘূর্ণিঝড় (Cyclone Mocha) মোকাবিলায় কোনওরকম খামতি রাখতে চাইছে না রাজ্য প্রশাসন। সূত্রের খবর, ঝড়ের জন্য আজ শনিবার থেকে একটি স্পেশাল কন্ট্রোল রুম (Special Control Room) খোলা হচ্ছে লালবাজারে (Lalbazar)। এখানেই বিভিন্ন দফতর একসঙ্গে থেকে বিপর্যয় মোকাবিলার কাজ করা হবে বলে জানা যাচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর শুধু বাংলা বা উপকূলবর্তী রাজ্য নয় চিন্তা বেড়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়েও। আগামীকাল থেকে এই সমস্ত এলাকায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় সব বিনোদনমূলক অনুষ্ঠান ইতিমধ্যেই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দুর্যোগের আভাস পেতেই সতর্ক করা হয়েছে পর্যটক ও মৎস্যজীবীদেরও। শনিবার সকাল থেকেই লালবাজারে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হচ্ছে।এই পরিস্থিতিতে দেশের ৪টি রাজ্যকে সতর্ক করে দিল দিল্লির মৌসম ভবন(IMD)। এই ৪টি রাজ্য হল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলা(Bengal)। মৌসম ভবন এদিন জানিয়েছে, আগামিকাল অর্থাৎ শনিবার ৬ মে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর পর আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবিবার নিম্নচাপ তৈরির পর ৮ মে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। ৯ মে তা অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে।


 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version