ঝড়ো ইনিংস ঋদ্ধির, মন কেড়েছে বিরাটের

এদিকে ঋদ্ধির ইনিংসে মজেছেন বিরাট। লখনৌর বিরুদ্ধে ঋদ্ধির দুরন্ত ইনিংস দেখে সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন, কি দারুণ ক্রিকেটার, এর পরই হাত তালির ইমোজি দেন।

রবিবার আইপিএল-এর প্রথম ম‍্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছে গুজরাত টাইটান্স। এই ম‍্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন লখন‍ৌ অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে দুই উইকেট হারিয়ে ২২৭ রান করে গুজরাত। এই ম‍্যাচে ব‍্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা। শুভমন গিলের সঙ্গে ওপেন করতে নেমে ৪৩ বলে ৮১ রান করেন তিনি। আর এই রান করতেই নজির গড়লেন ঋদ্ধি। মাত্র ২০ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান তিনি। অর্ধশতরান করতেই নজির গড়েন ঋদ্ধি। ঋদ্ধির এই ইনিংস মনে ধরেছে বিরাট কোহলির। সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা।

পাওয়ার প্লে-র মধ্যেই ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ঋদ্ধিমান। ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ২০ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান তিনি।আর অর্ধশতরান করতেই ঋদ্ধি আইপিএলের ইতিহাসে গুজরাত টাইটান্সের হয়ে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড গড়ে ফেলেন। তিনি ভেঙে দেন বিজয় শঙ্করের রেকর্ড। বিজয় শঙ্কর চলতি মরশুমেই কেকেআরের বিরুদ্ধে মাত্র ২১ বলে হাফ-সেঞ্চুরি করেন। এতদিন সেটিই ছিল গুজরাত টাইটান্সের জার্সিতে কোনও ক্রিকেটারের সব থেকে কম বলে করা অর্ধশতরানের নজির।

এদিকে ঋদ্ধির ইনিংসে মজেছেন বিরাট। লখনৌর বিরুদ্ধে ঋদ্ধির দুরন্ত ইনিংস দেখে সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন, কি দারুণ ক্রিকেটার, এর পরই হাত তালির ইমোজি দেন।

 

 

আরও পড়ুন:ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে বিসিসিআইকে বিশেষ শর্ত পিসিবির : সূত্র


 

Previous articleসরকারকে ১৫ দিনের সময়সীমা খাপ পঞ্চায়েতের, ফাঁ*সিতে ঝোলার হু*মকি ব্রিজভূষণের
Next articleজনজাতিদের সং.ঘর্ষে অ.শান্ত মণিপুর! রাষ্ট্রপতি শাসনের দাবি কংগ্রেসের, স্থগিত নিট পরীক্ষা