Monday, August 25, 2025

SNU-র সমাবর্তনে শেক্সপিয়ার-স্মরণ রাজ্যপালের, শিক্ষাক্ষেত্রে নয়া শপথের দিন: সত্যম রায়চৌধুরী

Date:

পথ চলা শুরু হয়েছিল ২০১৮ সালে। মাত্র ৫ বছরেই পড়ুয়াদের ভরসা জোগাচ্ছে নিউ টাউনের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় (Sister Nivedita University)। উদ্দেশ্য ছিল, শিক্ষাক্ষেত্রে পূর্ব ভারতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলা। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত ও উন্নততর শিক্ষার পাশাপাশি গবেষণামূলক শিক্ষার উপরও জোর দিয়ে চলেছে এসএনইউ (SNU)। আজ এসএনইউ-র প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় রাজারহাটের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। উপস্থিত আছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose), এস এন ইউ-র চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী (Satyam Roychoudhury), আমজাদ আলি খান, স্বামী সুধীরানন্দ মহারাজ, দেবাশিস সেন, মণিশঙ্কর মুখোপাধ্যায়, চন্দ্রশেখর ঘোষ প্রমুখ বিশিষ্টরা। রাজ্যপাল বলেন, নিবেদিতা ইউনিভার্সিটি আগামিদিনে দেশকে পথ দেখাবে। শিক্ষার কোনও বিকল্প নেই। শিক্ষাই পথ দেখাবে। এখানেও তিনি শেক্সপিয়ারের কথা উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী বলেন, আজকের এই সমাবর্তন শিক্ষাক্ষেত্রে নতুন করে শপথ নেওয়ার দিন। আমজাদ আলি খান বলেন, নিবেদিতাকে স্মরণ করে যেভাবে এই বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে নিজেদের জায়গা করে নিয়েছে, তার কোনও বিকল্প নেই।

৫৮টি স্নাতক, ২৯টি স্নাতকোত্তর, ১০টি ডিপ্লোমা কোর্স এবং ৩৪টি পিএইচডি কোর্সসহ মোট ১৩১টি কোর্স রয়েছে এখানে।মাত্র ৫ বছরেই প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীর ৫০০টি নামী সংস্থায় প্লেসমেন্ট হয়েছে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, স্নাতকোত্তর এবং গবেষণারত শিক্ষার্থীদের জন্য ভারতের সেরা গন্তব্য হয়ে ওঠা।

 

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version