Thursday, May 15, 2025

SNU-র সমাবর্তনে শেক্সপিয়ার-স্মরণ রাজ্যপালের, শিক্ষাক্ষেত্রে নয়া শপথের দিন: সত্যম রায়চৌধুরী

Date:

পথ চলা শুরু হয়েছিল ২০১৮ সালে। মাত্র ৫ বছরেই পড়ুয়াদের ভরসা জোগাচ্ছে নিউ টাউনের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় (Sister Nivedita University)। উদ্দেশ্য ছিল, শিক্ষাক্ষেত্রে পূর্ব ভারতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলা। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত ও উন্নততর শিক্ষার পাশাপাশি গবেষণামূলক শিক্ষার উপরও জোর দিয়ে চলেছে এসএনইউ (SNU)। আজ এসএনইউ-র প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় রাজারহাটের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। উপস্থিত আছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose), এস এন ইউ-র চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী (Satyam Roychoudhury), আমজাদ আলি খান, স্বামী সুধীরানন্দ মহারাজ, দেবাশিস সেন, মণিশঙ্কর মুখোপাধ্যায়, চন্দ্রশেখর ঘোষ প্রমুখ বিশিষ্টরা। রাজ্যপাল বলেন, নিবেদিতা ইউনিভার্সিটি আগামিদিনে দেশকে পথ দেখাবে। শিক্ষার কোনও বিকল্প নেই। শিক্ষাই পথ দেখাবে। এখানেও তিনি শেক্সপিয়ারের কথা উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী বলেন, আজকের এই সমাবর্তন শিক্ষাক্ষেত্রে নতুন করে শপথ নেওয়ার দিন। আমজাদ আলি খান বলেন, নিবেদিতাকে স্মরণ করে যেভাবে এই বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে নিজেদের জায়গা করে নিয়েছে, তার কোনও বিকল্প নেই।

৫৮টি স্নাতক, ২৯টি স্নাতকোত্তর, ১০টি ডিপ্লোমা কোর্স এবং ৩৪টি পিএইচডি কোর্সসহ মোট ১৩১টি কোর্স রয়েছে এখানে।মাত্র ৫ বছরেই প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীর ৫০০টি নামী সংস্থায় প্লেসমেন্ট হয়েছে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, স্নাতকোত্তর এবং গবেষণারত শিক্ষার্থীদের জন্য ভারতের সেরা গন্তব্য হয়ে ওঠা।

 

 

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version