Thursday, August 28, 2025

যোগীরাজ্যে বিক্ষোভ চরমে, ১৮ মে থেকে ধর্মঘটে ১০ লক্ষের বেশি সরকারি কর্মী

Date:

বাংলায় কেন্দ্রীয় হারে ডিএর(DA) দাবিতে সরকারি কর্মীদের আন্দোলনে ইন্ধন যুগিয়ে চলেছে বিজেপি(BJP)। অথচ বিজেপি শাসিত উত্তরপ্রদেশে(Uttar Pradesh) ডিএ তো বটেই পেনশন সহ একাধিক ক্ষেত্রে বঞ্চিত সরকারি কর্মীরা। যার জেরে এবার যোগী সরকারের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামতে চলেছে সরকারি কর্মীরা। আগামী ১৮ মে থেকে শুরু হবে এই আন্দোলন। এমনটাই জানিয়েছেন কর্মচারী শিক্ষক সংযুক্ত মোর্চার সাধারণ সম্পাদক শশী মিশ্র। রাজ্যের সরকারি সড়ক পরিবহণ পৌর, প্রাথমিক শিক্ষক সহ বিভিন্ন ইউনিয়নের ১০ লক্ষের বেশি শ্রমিক ও কর্মচারী যোগ দিতে চলেছেন এই ধর্মঘটে।

কর্মচারী শিক্ষক সংযুক্ত মোর্চার দীর্ঘদিনের দাবি পুরানো পেনশন প্রকল্প চালু, জন পরিষেবায় বেসরকারিকরণ ও ঠিকা কর্মী নিয়োগ বন্ধ করা হোক, বেতন কমিসনের সুপারিশ অবিলম্বে কার্যকরকরা হোক। এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে কেন্দ্রীয় হারে ডিএর দাবি জানানো হয়েছে, এছাড়া গত ৫ বছর ধরে বেতন না বাড়ার অভিযোগ করেছেন রাজ্য সড়ক পরিবহণের কর্মীরা। এই সমস্ত দাবির প্রেক্ষিতেই আন্দোলনে নামছে সরকারি কর্মী সংগঠন। এপ্রসঙ্গে সরকারি কর্মী সংগঠনের তরফে জানানো হয়েছে, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে উন্নয়ন মূলক রাষ্ট্র গঠনের ভূমিকা পরিত্যাগ করে শ্রমিক ও কর্মচারী বিরোধী অবস্থান নিয়েছে। ফলে বেতন কমেছে এবং কাজের নিরাপত্তা কমেছে। কর্মক্ষেত্রের পরিবেশ নষ্ঠ হয়েছে।

সরকারি কর্মীদের অভিযোগ সরকার যেভাবে আমাদের উপরে নতুন পেনশন প্রকল্প চাপিয়ে দিয়েছে তা এককথায় সম্পূর্ণ অগণতান্ত্রিক। পাশাপাশি ঠিকা ও চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ করছে সরকার। এই নীতির বিরোধিতা করলেই সরকারি দমনপীড়নের মুখে পড়তে হচ্ছে। যার জেরেই ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছি আমরা। অন্তত ১০ লক্ষের বেশি শ্রমিক আগামী ১৮ মে থেকে এই সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছেন।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version