Friday, January 23, 2026

কোথায় ‘মোকা’র ল্যান্ডফল? নির্দিষ্ট করে জানালো মৌসম ভবন

Date:

Share post:

ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha) নিয়ে বাড়ছে টেনশন। মৌসম ভবনের (IMD) তরফে বারবার করে বলা হয়েছে যে ঘূর্ণিঝড় তৈরি না হলে তার গতিপথ (Route of Mocha) সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। অবশেষে মোকার সঠিক ল্যান্ডফল (Landfall) কোথায় তা জানালো আইএমডি (IMD)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল মায়ানমারে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। এখন আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড় মোকা (Clyclone Mocha) মায়ানমার থেকে আরও খানিকটা বাংলাদেশের (Bangladesh) দিকে সরে এসেছে। সেক্ষেত্রে স্থলভাগে আছড়ে পড়ার সময় তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তে প্রবেশ করবে। এরপর ঘূর্ণিঝড়ের দ্বিতীয় পরিবর্তন যদি জলেই হয় তবে তা বাংলাদেশ থেকে আরেকটু উত্তর পূর্বে সরে সুন্দরবন লাগোয়া এলাকা হতেও পারে। তবে তার জন্য অন্তত দুদিন অপেক্ষা করতে হবে, তবেই এই বিষয়টি স্পষ্ট করে জানানো সম্ভব। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের যা গতিপথ তাতে আগামী রবিবার রাতে কিংবা সোমবার সকালে মোকার স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা বাড়ছে।

 

প্রসঙ্গত বাংলায় ঘূর্ণিঝড় মোকার প্রভাব এখনও পর্যন্ত নেই। উল্টে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কারণে পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। বৈশাখের মাঝামাঝি সময়ে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছিল আর লু বয়ে যাওয়ার সম্ভাবনা নেই । কিন্তু ঘূর্ণিঝড় সেই সব হিসেবকে বানচাল করে দিয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের চার থেকে পাঁচ জেলায় আগামিকাল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। তবে ইতিমধ্যেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে বলে মৌসম ভবন জানাচ্ছে।


 

spot_img

Related articles

বিরাট কর্মযজ্ঞ, দারুন সাড়া, ডায়মন্ড হারবার সেবাশ্রয়ে দিনে ২৫ হাজার মানুষের চিকিৎসা

মণীশ কীর্তনিয়া ডায়মন্ড হারবার টাউনের ২ নম্বর ওয়ার্ডের বন্ধন পাঠক। ৯ বছর বয়সেই হার্টে ছিদ্র। এদিক-ওদিক ঘুরে চিকিৎসার সুবিধে...

প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা, ডিজিটাল প্ল্যাটফর্মে জানাতে হবে! নির্দেশ আদালতের

রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা রয়েছে তা ওয়েবসাইটে 'ডিজিটাল প্লাটফর্ম'-এ প্রকাশের নির্দেশ দিল কলকাতা...

খড়্গপুর পুরবোর্ড ভেঙে প্রশাসক বসাল নবান্ন

জল্পনা চলছিলই, শেষমেশ তাতে সিলমোহর দিল রাজ্য সরকার।খড়্গপুর পুরবোর্ড ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় এই...

সাক্ষী হয়েও শ্রীঘরে! নন্দীগ্রামের বিজেপি কর্মীর পাশে তৃণমূল, জামিন পেয়ে ঘরে ফিরলেন ইন্দুবালা

ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা! ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের সময়কার একটি গণধর্ষণের মামলায় সাক্ষী হয়েও সিবিআইয়ের হাতে গ্রেফতার...