Monday, August 25, 2025

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিরুদ্ধে এবার বিস্ফোরক রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস (TMC MLA) বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। গতকাল অর্থাৎ বুধবার তাঁর নাম না করে বিধায়কের বাড়ি থেকে কোটি কোটি টাকা এবং গয়না উদ্ধার হয়েছে বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা। এমনকী আয়কর দফতরের (Income tax department) বিবৃতি প্রকাশের দাবি জানিয়েছিলেন তিনি। এরপর আজ বৃহস্পতিবার বিরোধী দলনেতার বিরুদ্ধে বিষ্ফোরক হলেন কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। বিরোধী দলনেতাকে লোডশেডিং অধিকারী বলেও সম্বোধন করেন বিধায়ক।

এদিন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক বিরোধী দলনেতাকে লোডশেডিং নেতা বলে জানান। তিনি বলেন, “লোডশেডিং অধিকারীর যদি সৎ সাহস থাকত তাহলে আমার নাম কৃষ্ণ কল্যাণী বলে সম্বোধন করে এই কথাগুলি বলত। উনি যে মিথ্যা কথা বলছেন এবং আমি যে মানহানি মামলা করব, সেটা বুঝতে পেরেই আমার নাম উচ্চারণ করেননি।” তিনি আরও বলেন, “বিজেপির বর্তমান পরিস্থিতি খারাপ হয়েছে বিরোধী নেতার জন্য। আগামী পঞ্চায়েত নির্বাচনের পর আরও মানুষ ওই দল থেকে মুখ ফিরিয়ে নেবেন। নারদা, সারদা থেকে টাকা নেওয়া ওই নেতার জন্যই। ওনাকে বলছি ওয়াশিং মেশিন ফর্মুলা নয়, প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলে ফেলুন। আপনার টাকা নেওয়া চেহারা বাংলার মানুষ অনেক আগেই দেখে ফেলেছে।”

উল্লেখ্য, গত ৩ মে কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দেয় আয়কর দফতর। টানা জেরা ও তল্লাশির পর ইডি আধিকারিকরা বেরিয়ে যান। কিন্তু তখন তাঁরা টাকা উদ্ধারের বিষয়ে কিছুই জানাননি। তাহলে বিরোধী দলনেতা কোথা থেকে এসব উদ্ভট তথ্য পাচ্ছেন?

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version