গরমে বাড়ছে অ.স্বস্তি, আইনজীবী আর বিচারকদের পোশাক নিয়ে বৈঠকে প্রধান বিচারপতি

খায়রুল আলম, ঢাকা

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha)। তার জেরে গত কয়েকদিন ধরেই দেশজুড়ে বাড়ছে তাপপ্রবাহ (Heat Wave)। এই গরমে আদালতে আইনজীবী ও বিচারকদের ড্রেসকোড (Dress Code) পরিবর্তন করা নিয়ে আবেদন জমা পড়েছে। আগামী শনিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টে (Supreme Court) অন্যান্য বিচারপতিদের সঙ্গে এই নিয়ে বৈঠকে বসবেন প্রধান বিচারপতি(Chief justice)।

যত সময় যাচ্ছে ততই গরম বাড়ছে। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার কারণে আদালতের ড্রেসকোড মেনে কাজ করতে সমস্যায় পড়ছেন আইনজীবী এমনকি বিচারকরাও। এর আগে গ্রীষ্ম ও শীতকালীন ভিন্ন ভিন্ন ড্রেসকোড নির্ধারণের জন্য প্রধান বিচারপতির কাছে একাধিক আবেদন করা হয়। যেখানে বলা হয়েছে, বাংলাদেশ মূলত একটি গ্রীষ্মপ্রধান দেশ। বছরের প্রায় ৮ মাস উচ্চ তাপমাত্রা থাকে। আইনজীবীদের আদালতে পরিধানের জন্য সিভিল রুলস অ্যান্ড অর্ডারস, ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রুলস ১৯৭৩ এবং আপিল বিভাগের রুলস ১৯৮৮-তে শীত ও গ্রীষ্মকালে একই ধরনের পোশাক পরিধানের কথা বলা হয়েছে। ফলে অতিরিক্ত গরমেও নিয়ম অনুযায়ী কালো কোট, গাউন, কলার, ব্যান্ড-টাই পরার কারণে প্রতিবছর একাধিক আইনজীবী হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছেন। অনেকের মৃত্যু হয়েছে। তীব্র গরম এবং তাপপ্রবাহের কারণে অনেক বয়স্ক আইনজীবী আদালতে যেতে পারেন না। যার ফলে অনেকে পেশাগত মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় আগামী শনিবার ড্রেসকোড পরিবর্তনের জন্য অন্যান্য বিচারপতিদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

 

Previous articleচলতি আইপিএল-এ দলের জন‍্য নিজেকে কীভাবে ব‍্যবহার করবেন মাহি, তা স্বয়ং জানিয়ে দিলেন তিনি
Next article“জনসংযোগ যাত্রা’’য় ১৭ দিনে ২ হাজার কিমি পথ অতিক্রম অভিষেকের