চলতি আইপিএল-এ দলের জন‍্য নিজেকে কীভাবে ব‍্যবহার করবেন মাহি, তা স্বয়ং জানিয়ে দিলেন তিনি

চলতি আইপিএল-এ শেষের দিকে ব‍্যাট করতে নামেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর নেমেই চালিয়ে খেলেন ক‍্যাপ্টেন কুল।

বুধবার ঘরের মাঠে দিল্লি ক‍্যাপিটালসের বিরুদ্ধে ২৭ রানে জয় পায় চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএল-এ শেষের দিকে ব‍্যাট করতে নামেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর নেমেই চালিয়ে খেলেন ক‍্যাপ্টেন কুল। চলতি আইপিএল-এ এটাই তাঁর ব‍্যাটিংয়ের ভূমিকা, দিল্লি জয়ের পর জানিয়ে দিলেন মাহি।

ম‍্যাচ শেষে সিএসকে অধিনায়ক বলেন,” চালিয়ে খেলাই এবার আমার কাজ। আমি বাকিদের বলেও দিয়েছি যে এভাবেই খেলব। আমাকে দিয়ে বেশি দৌড় করিও না। সেটা কাজে লাগছে। আমাকে এই কাজটাই করে যেতে হবে। দলের জয়ে অবদান রাখতে পেরে ভাল লাগছে।”

দিল্লির বিরুদ্ধে তাঁর পরিকল্পনা কাজে লাগে বলে জানান ধোনি। দলের জয় নিয়ে মাহি বলেন,” দ্বিতীয়ার্ধে বল অনেক ঘুরেছে। জানি, বাকি দলের বোলারদের থেকে আমাদের বোলাররা অনেক ভাল সিমের ব্যবহার করতে পারে। পিচ পরে ধীরগতির হয়ে যাবে এটা বুঝতে পেরেছিলাম। তবে কতটা রান তুললে তা নিরাপদ হবে সেটা বুঝিনি। সে কারণে বোলারদের বলেছিলাম সেরা বলগুলোই কাজে লাগাতে।”

আরও পড়ুন:রিঙ্কুতে মজে হরভজন, বললেন, জাতীয় দলে রিঙ্কুর সুযোগ পাওয়া সময়ের অপেক্ষা