Thursday, August 28, 2025

একুশের বিধানসভা ভোটে বাম-কংগ্রেস-আইএসএফের ‘যৌথমঞ্চ’ মুখ থুবড়ে পড়েছিল। প্রদেশ সভাপতি অধীর চৌধুরী সাফাই দিয়েছিলেন, আইএসএফের সঙ্গে তাঁদের কোনও জোট ছিল না। জোট ছিল সিপিএমের সঙ্গে। বারবার আইএসএফকে এভাবে ‘কাঠগড়া’য় তোলা হলেও, নওশাদ সিদ্দিকি কোনওদিনই এ নিয়ে কিছু বলেননি। সাগরদিঘি উপনির্বাচনে বায়রন বিশ্বাসের জয় কংগ্রেসকে পায়ের তলায় মাটি দিয়েছে বলে ধারণা অধীরের।

তবে এবার এ নিয়ে অধীরকে খোলামেলা নিশানা করলেন সবে ধন নিলমণি আইএসএফ বিধায়ক তথা সংযুক্ত মোর্চার একমাত্র জয়ী প্রার্থী নওশাদ সিদ্দিকি। তাঁর সাফ কথা, একদিনে সংযুক্ত মোর্চা তৈরি হয়নি। বাম ও কংগ্রেসের বর্ষীয়ান নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনার পরই একুশের সেই সংযুক্ত মোর্চা তৈরি হয় বলে এদিন দাবি করেন নওশাদ।

২০২১-এর ব্রিগেডে রবিবারের এক দুপুরে মঞ্চে তখন বক্তব্য রাখছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। রয়েছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা। হঠাৎই মহম্মদ সেলিমের হাত ধরে সেই ব্রিগেড মঞ্চে ওঠেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি ও নওশাদ। আব্বাসকে দেখে এগিয়ে যান সূর্যকান্ত মিশ্র। আব্বাসের সঙ্গে হাত মেলান বিমান বসুও। এরপরই আচমকা মঞ্চের পরিবেশে বদল। বক্তব্য থামিয়ে দেন অধীর চৌধুরী।

এরপর প্রদেশ কংগ্রেস সভাপতি স্পষ্ট জানান, আইএসএফের সঙ্গে কংগ্রেসের জোটের কোনও প্রশ্নই নেই। অন্যদিকে সিপিএম বারবারই আইএসএফের সঙ্গে সামঞ্জস্য রেখে চলার পক্ষে। নওশাদ সিদ্দিকি গ্রেফতার হওয়ার পর পথেও নেমেছিল সিপিএম।
এই আবহে পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের সিউড়িতে আজ এক মঞ্চে সভা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর। আরও এক ভোটের আগে জোটের বার্তার সম্ভাবনা প্রবল।
তাহলে এ ভোটে কি একাই লড়বে আইএসএফ? এ প্রশ্নের জবাবে একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, একুশের ভোটের আগে যে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল, তা একাধিকবার বাম-কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই হয়েছে। এখনই এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version