Thursday, August 28, 2025

মোহনবাগান ছাড়লেন তিরি, বাগানের নজরে অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপার

Date:

আগামী মরশুমের আরও শক্তিশালী দল গড়তে চলেছে মোহনবাগান। গত মরশুমের দল থেকে অধিকাংশ ফুটবলারকেই ধরে রেখেছে জুয়ান ফেরান্দো। নতুন বিদেশিদের মধ্যে একজন পজিটিভ স্ট্রাইকার নিচ্ছে মোহনবাগান। নাম্বার নাইন হিসেবে সবুজ-মেরুনে খেলার ব্যাপারে এগিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিন্স। স্কটিশ বংশোদ্ভূত এই অস্ট্রেলীয় ফরোয়ার্ড কাতার বিশ্বকাপে খেলেছেন। ‘এ’ লিগে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে ৪৬ ম্যাচে ২৬ গোল করেছেন কামিন্স। তাঁকে সই করানোর জন্য মোহনবাগান ও মুম্বই সিটি এফসি-র মধ্যে জোর লড়াই চলছে। কিন্তু মুম্বই কামিন্সের জন্য বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিতে রাজি নয় বলেই শোনা যাচ্ছে। সবুজ-মেরুন কর্তারা অবশ্য অল আউট গিয়ে অস্ট্রেলীয় বিশ্বকাপারকে পেতে ঝাঁপিয়েছে। কামিন্সকে ভারতীয় বাজার অনুযায়ী রেকর্ড ট্রান্সফার ফি দিতেও রাজি মোহনবাগান। আগামী কয়েকদিনের মধ্যে অস্ট্রেলীয় বিশ্বকাপারের সবুজ-মেরুন জার্সি পরার বিষয়টি চূড়ান্ত হয়ে যেতে পারে।

এদিকে বুধবারই সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান ছাড়ার বার্তা দিয়ে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিরি। স্প্যানিশ ডিফেন্ডার চোটমুক্ত হয়ে সুপার কাপের দলে ফিরলেও চোটপ্রবণ তিরিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে পারেনি দল। তাই তিরিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল দল। একইসঙ্গে সার্বিয়ান ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচ এবং উরুগুয়ান মিডফিল্ডার ফেডেরিকো গালেগোকেও না-রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। জনি কাউকো ফিট হয়ে যাওয়ায় গালেগোর পরিবর্ত নিচ্ছে না দল। ব্রেন্ডন হ্যামিল, কার্ল ম্যাকহিউ, হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোস থাকছেন। ভারতীয়দের মধ্যে আনোয়ার আলি ও আকাশ মিশ্র যোগ দিচ্ছেন সবুজ-মেরুনে।

আরও পড়ুন:গরমে হাঁসফাঁস পরিস্থিতি,রাজ্য জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version