আনন্দ অনুষ্ঠানের মাঝেই বিষাদের সুর।পান-ভোজন থেকে শুরু করে গান-বাজনা-নাচ, সবমিলিয়ে এলাহি আয়োজন করেই বিয়ের অনুষ্ঠান চলছিল বিয়ে । আনন্দ সন্ধ্যায় অতিথিদের আগমনে রীতিমত গমগম করছিল বিয়েবাড়ি। ভাইপোর বিয়েতে নাচতে গিয়ে তাল কাটল। নাচতে নাচতে আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন এক ব্যক্তি। হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলার ঘটনার সত্যতা কতটা? আদালতে তোপে CBI

ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে।গত ৫ মে বালোদ জেলার ডাল্লি-রাঝারা শহরতলিতে চলছিল ওই বিয়ের অনুষ্ঠান।কিন্তু নাচতে নাচতে আচমকাই মৃত্যু হয় এক ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম দিলীপ রাউজকর। তিনি ভিলাই স্টিল প্ল্যান্টের ম্যানেজার। ভাইপোর বিয়েতে গিয়ে এমন মর্মান্তিকভাবে মৃত্যু হয় তাঁর।
পরিবারসূত্রে খবর, বিয়েবাড়ির একদিকে নব বর-বধূর বসার জন্য একটি সুসজ্জিত মঞ্চ বাঁধা হয়েছিল। নব বিবাহিত যুগল এবং অন্যদের সঙ্গে একটি পাঞ্জাবি গানের সঙ্গে তুমুল নাচে মাতেন দিলীপ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নাচের মাঝখানে হঠাৎ থমকে যান তিনি। এরপর শারীরিক অস্বস্তিতে বসে পড়তে দেখা যায় তাঁকে। কয়েক মুহূর্ত পড়ে চিৎ হয়ে পড়ে যান মঞ্চের উপরে। আশপাশের লোকেরা দ্রুত ছুটে আসেন দিলীপের কাছে। যদিও তাঁকে বাঁচানো যায়নি। মঞ্চে পড়েই মৃত্যু হয় তাঁর । মুহূর্তে বিয়েরবাড়ির আনন্দ ফিকে হয়ে ওঠে।
