Friday, August 22, 2025

অপেক্ষার আর মাত্র ২৪ ঘণ্টা। শনিতেই বলি ‘সুলতান’ শহর মাতাবেন। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ সেরেই সোজা অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যাবেন ভাইজান। বৃহস্পতিবার টুইট করে সেই কথা জানিয়েছেন তৃনমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। আগামিকাল ইস্টবেঙ্গল গ্রাউন্ডে(East Bengal Ground) ‘দ্য-বাং, দ্য ট্যুর রিলোডেড’ নামের একটি অনুষ্ঠানে সলমানকে (Salman Khan in Kolkata) একঝলক দেখার আশায় টিকিটের চাহিদা তুঙ্গে। তেরো বছর পর তিলোত্তমায় ভাইজান। তাই অনুষ্ঠানের টিকিটের মূল্য চড়লো তিন লক্ষ টাকা পর্যন্ত।

বলিউডের অন্যতম জৌলসপূর্ণ, তারকাখচিত মিউজিক্যাল শো দা-বাং ট্যুর। উত্তেজনায় ফুটছে মেগাস্টারের অনুরাগীরা। সলমান ছাড়াও উপস্থিত থাকার কথা সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফের্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান-সহ আরও অনেক বলি তারকাদের। টিকিটের দাম শুরু ৬৯৯ থেকে (PWD গ্যালারির জন্য )। সর্বাধিক টিকিটের দাম ৪০০০০ টাকা, এটা অবশ্য রেডি এবং দাবাং জোনের জন্য। যদি আপনি একদম কাছ থেকে ভাইজানকে লাইভ দেখতে চান, পেতে চান লাউঞ্জের নানা সুবিধা তাহলে আপনাকে দিতে ২ থেকে ৩ লক্ষ টাকা।

এদিকে সলমানকে স্বাগত জানাতে প্রস্তুত কালীঘাটও। শনিবার দুপুর তিনটে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে দু’জনের সৌজন্য সাক্ষাৎ হতে চলেছে। ‘বাংলার মিষ্টি’ দিয়ে সলমানকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিশ্ব বাংলার কিছু উপহার সামগ্রীও তুলে দেওয়া হবে সলমানের হাতে। নিজের লেখা বইও উপহার হিসাবে সলমানের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

 

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version