সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে ম.র্মান্তিক পরিণতি ৫ শ্রমিকের

ইতিমধ্যে দুর্ঘটনায় মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে সোনপথ থানার পুলিশ। যাঁরা সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন, তাঁরা পর্যাপ্ত সুরক্ষা নিয়ে নেমেছিলেন কি না, তাও জানার চেষ্টা চলছে।

সেপটিক ট্যাঙ্ক (Septic Tank) পরিষ্কার করতে নেমে মর্মান্তিক পরিণতি পাঁচ শ্রমিকের (Workers)। বিষাক্ত গ্যাসে (Toxic Gas) প্রাণ গেল তাঁদের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রের (Maharashtra) পার্বণী জেলায়। পুলিশ সূত্রে খবর, মুম্বই থেকে ৫০০ কিলোমিটার দূরে পার্বণী জেলার সোনপথ থানা এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন ৬ শ্রমিক। কিন্তু সেই সেপ্টিক ট্যাঙ্কে নামার পরই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তাঁদের। গুরুতর অসুস্থ বোধ করতে থাকেন তাঁরা। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তাঁদের নিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করান। কিন্তু সেখানে ছ’জনের মধ্যে পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে অন্য শ্রমিকের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

এদিকে ইতিমধ্যে দুর্ঘটনায় মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে সোনপথ থানার পুলিশ। যাঁরা সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন, তাঁরা পর্যাপ্ত সুরক্ষা নিয়ে নেমেছিলেন কি না, তাও জানার চেষ্টা চলছে।

 

 

Previous articleইস্টবেঙ্গলের পক্ষ থেকে বলিউডের ভাইজানকে বিশেষ সংবর্ধনা
Next article‘নো ভোট টু বিজেপি’ স্লোগানে ম্যাজিক! কর্ণাটকের ফলের ধারা দেখে মন্তব্য কুণালের